ভেনেজুয়েলার মিলিটারি ট্রাইব্যুনাল
১৩ মে ২০১৭এ বছরের মার্চ মাসে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট সংসদের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করে৷ পয়লা এপ্রিল থেকে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় নতুন নির্বাচনের দাবিতে৷ সে দাবি মেনে না নিয়ে সমাজতন্ত্রী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি নতুন সংবিধান রচনার জন্য একটি সাংবিধানিক সম্মেলন আহ্বানের অভিপ্রায় ঘোষণা করেন৷
মাদুরোর পূর্বসূরি উগো চাভেজ ঠিক এভাবেই ১৯৯৯ সালে সংবিধান সংস্কারের ব্যবস্থা করেছিলেন৷ বর্তমান ‘‘পুঁজিবাদ বিরোধী'' সংবিধানটি তখনই গৃহীত হয়৷ চাভেজ প্রেসিডেন্টের কর্মকাল বাড়ান ও কংগ্রেসের দু'টি কক্ষকে একটি কক্ষে পরিণত করেন৷ ক্যানসার রোগে আক্রান্ত চাভেজ ২০১৩ সালে তাঁর মৃত্যুর আগে মাদুরোকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করে যান৷
মাদুরো যে সংবিধান পালটানোর পন্থা ধরেছেন, তার যুক্তি হিসেবে তিনি বলেছেন যে, তিনি ওয়াশিংটনের প্ররোচিত একটি ‘‘ফ্যাসিবাদী অভ্যুত্থান'' রোখার চেষ্টা করছেন৷ নতুন সংবিধান রচনায় রাজনৈতিক দলগুলি সংশ্লিষ্ট থাকবে না, এই সাংবিধানিক সম্মেলন সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত হবে, বলে মাদুরো ঘোষণা করেন৷
ভেনেজুয়েলায় প্রায় প্রতিদিনই প্রতিবাদ চলেছে৷ বিক্ষোভে এ যাবৎ প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন মানুষ, আহত হয়েছেন শত শত, গ্রেপ্তার হয়েছেন ১,৩০০ জনের বেশি বিক্ষোভকারী৷ একদিকে প্রেসিডেন্টের বিভিন্ন পদক্ষেপ, অন্যদিকে খাদ্য, ওষুধপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় বস্তুর অনটন – এ বছর মুদ্রাস্ফীতি নাকি পৌঁছাবে ৭২০ শতাংশে৷ ভেনেজুয়েলার সমাজের প্রতিটি স্তর থেকে আসা হাজার হাজার মানুষ প্রতিবাদে ফেটে পড়ছেন৷
মিলিটারি ট্রাইব্যুনাল
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ২৫০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে সামরিক বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এটা নাকি ঘটেছে মাত্র গত এক সপ্তাহে, বলছেন মানবাধিকার আন্দোলনকারীরা৷ প্রেসিডেন্ট মাদুরোর প্রশাসন বলছে যে, মিলিটারি ট্রাইব্যুনালগুলি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবশ্যক, কেননা বিদেশি সাহায্যে ভেনেজুয়েলার সমাজতন্ত্রী সরকারভাবে সহিংসভাবে ক্ষমতা থেকে বিতাড়ন করার প্রচেষ্টা করা হচ্ছে৷
মিলিটারি আদালতে যাদের পেশ করা হচ্ছে, তাদের প্রায় সকলের বিরুদ্ধেই আইন অমান্য ও সামরিক কর্মকর্তাদের অবমাননা করার অভিযোগ আনা হচ্ছে৷ এ ধরনের অধিকাংশ ঘটনা দৃশ্যত ঘটেছে উত্তরের কারাবোবো প্রদেশে, যেখানে লুণ্ঠনকারীরা গত সপ্তাহে বিয়ারের ক্রেট ও নুডলসের বাক্স লুট করে৷ একজন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনাও ঘটে৷
এসি/ডিজি (এপি, এএফপি, রয়াটার্স, ডিপিএ)
ভেনেজুয়েলার অবস্থার সঙ্গে বাংলাদেশের তুলনা করতে পারেন? লিখুন মন্তব্যের ঘরে৷