1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিচার বন্ধের তৎপরতা’

১১ জুলাই ২০১২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি বিডিআর বিদ্রোহের বিচার বন্ধের তৎপরতা চালাচ্ছে৷ এছাড়া, বিএনপি’র শাসনামলে দুর্নীতির কারণেই যোগাযোগ খাতে বিশ্ব ব্যাংক ঋণ দেয়া বন্ধ করেছিল বলে জানান তিনি৷

https://p.dw.com/p/15VKh
ছবি: DW

ঢাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি সেখানে বলেন, বিডিআর বিদ্রোহের মামলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে৷ তাঁর আশা, সবাই ন্যায় বিচার পাবেন৷ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন যে, তিনি বিডিআর বিদ্রোহের সময় দেড় মাস ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী বলেন, তারপর যে আইনজীবী বিচার বন্ধের জন্য আদালতে আবেদন করেছিলেন তাঁর রাজনৈতিক পরিচয়ও সবাই জানে৷ প্রধানমন্ত্রীর কথায়, বিএনপি শুরুতেও ঐ একই কাজ করেছে৷

শেখ হাসিনা বলেন, কেউ কেউ মন্তব্য করছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়৷ তিনি তাদের উদ্দেশ্যে বলেন, বিএনপি'র শাসনামলের দুর্নীতির কারণেই বিশ্ব ব্যাংক যোগাযোগ খাতে ঋণ দেয়া বন্ধ রেখেছিল৷ তাই বলে কি দেশে সড়ক অবকাঠামো নির্মাণ হয়নি? তিনি জোর দিয়ে বলেন, নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে৷

প্রধানমন্ত্রী বিএনপি'র শাসনামলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের ওপর নির্যাতনেরও বর্ণনা দেন ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য