বিমানের টিকিটে কর বসাচ্ছে ফ্রান্স
১৪ জুলাই ২০১৯এই কর থেকে যে অর্থ আয় হবে তা পরিবেশবান্ধব পরিবহণ চালুতে ব্যয় করা হবে৷
পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স ও ইউরোপের ভেতর চলা ফ্লাইটের ইকোনমি শ্রেণির একটি টিকিটের জন্য যাত্রীদের দেড় ইউরো সবুজ কর দিতে হবে৷ আর বিজনেস ক্লাসের যাত্রীদের দিতে হবে নয় ইউরো৷
আর ইউরোপের বাইরে চলাচলকারী ফ্লাইটের ইকোনমি শ্রেণির জন্য তিন ইউরো ও বিজনেস ক্লাসের জন্য সর্বোচ্চ ১৮ ইউরো কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
ফলে বছরে ১৮০ মিলিয়ন ইউরো আয় হবে বলে আশা করছেন ফ্রান্সের পরিবহণমন্ত্রী এলিজাবেথ বর্ন৷ শুধু ফ্রান্স ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে, ফ্রান্সে নামা ফ্লাইটের ক্ষেত্রে নয়৷
এয়ার ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ তারা বলছে, এর ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তারা৷ টিকিটে কর না বসিয়ে বরং নতুন পরিবেশবান্ধব বিমান ক্রয়ে বিনিয়োগ করা প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ৷
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটিএ’ও টিকিটে কর বসানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে৷ এই ধরনের পদক্ষেপ ‘কার্যকরী’ কিনা, সে বিষয় সংশয় প্রকাশ করেছে সংস্থাটি৷ তারা বলছে, এমন কর বসিয়ে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো গেছে বলে প্রমাণ দিতে পারেনি কোনো সরকার৷
গতবছর এপ্রিল মাসে সুইডেন বিমানের টিকিটে ৪০ ইউরো পর্যন্ত কর বসায়৷
সে দেশের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনব্যার্গ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন৷ তাঁর কারণে সুইডেনে ‘ফ্লাইট শেমিং’ নামে একটি মুভমেন্ট শুরু হয়েছে৷ এর মাধ্যমে বিমানে চড়া যাত্রীদের লজ্জার অনুভূতি দেয়ার চেষ্টা করা হয়৷ কারণ সব পরিবহণ মাধ্যমের মধ্যে বিমানের কারণেই পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়৷
জেডএইচ/জেডএ (এএফপি)