বিমানের টয়লেটের ভেতরে গর্ভপাত
৪ জানুয়ারি ২০১১পুলিশ জানিয়েছে, সোমবার আবুধাবি থেকে আসা ইত্তেহাদ এয়ারলাইন্সের বিমানের টয়লেটের ভেতর একটি মৃত ভ্রূণ পাওয়া গেছে৷ টয়লেট পরিষ্কার করতে আসা কর্মীরা এই ভ্রূণটি উদ্ধার করেন৷ জানা গেছে, ভ্রূণটির বয়স পাঁচ থেকে ছয় মাস এবং এটি একটি ছেলে শিশুর ভ্রূণ৷ তবে এই মৃত ভ্রূণটির মা কে সেটি এখনও জানা যায়নি৷ তবে যদি তিনি ধরা পড়েন, তাহলে তাঁকে শাস্তি পেতে হবে৷ কারণ ফিলিপাইন'এ ইচ্ছাকৃত গর্ভপাত অবৈধ৷
ফিলিপাইন'এ এই ধরণের ঘটনা নতুন কিছু নয়৷ এর আগেও ম্যানিলার একই বিমানবন্দরের একটি ময়লা ফেলার বাক্সে নবজাতক একটি ছেলেশিশু পাওয়া গিয়েছিল৷ মজার ব্যাপার হচ্ছে, সেটিও ছিল আবুধাবি থেকে আসা একটি বিমানের ময়লা ফেলার বাক্স৷ অর্থাৎ, আবুধাবি থেকে আসা কোন এক মহিলার অবৈধ সন্তান ছিল সেটি৷
উল্লেখ্য, আবুধাবিতে অন্তত কয়েক লাখ ফিলিপিনো নারী শ্রমিক হিসেবে কর্মরত৷ এসব নারীদের অনেকেই তাঁদের আরব মালিকদের হাতে যৌন নির্যাতনের শিকার হন৷ তবে চাকরি হারানোর ভয়ে সেসব নির্যাতনের কথা বেশিরভাগ নারীই চেপে যান৷ তার ফলশ্রুতিতেই হয়তো ম্যানিলার বিমানবন্দরে এভাবে দুয়েকদিন পর পর হতভাগ্য মানব সন্তানদের দেখা মেলে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক