বিরোধী দল ছাড়াই সংসদের অধিবেশন শুরু
২০ অক্টোবর ২০১১বিকেলে অধিবেশনের শুরুতেই স্পিকার আব্দুল হামিদ বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থবহ হয়না৷ আর সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ হল সকল রাজনৈতিক আলোচনার – সমালোচনার প্রাণকেন্দ্র৷ আর এই সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি দলের সঙ্গে বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে৷ তিনি তাই বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান৷
স্পিকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো গতিশীল এবং কার্যকর রাখতে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান৷ তিনি বলেন, চলতি সময়ে সংবাদ মাধ্যমে কিছু সংবাদ পরিবেশন করা হচ্ছে যা কাম্য নয়৷ তবে স্পিকার সুনির্দিষ্টভাবে কোন সংবাদ মাধ্যম বা সংবাদের কথা উল্লেখ করেননি৷
বিরোধী দল বিএনপি সংসদে যোগ না দিলেও তারা সংসদে যোগ দিতে চান বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক৷ তিনি বলেছেন, সরকারি দল বিরোধী দলকে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে বলেছে৷ যা বাস্তব সম্মত নয়৷ তিনি বলেন, সরকারি দল যদি সংসদে বিল এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনে তাহলে তারা সংসদে যোগ দেবেন৷
এদিকে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা জানিয়েছেন, সংসদের এই অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল পাস হতে পারে৷ আগের অধিবেশনে পেশ করা বিলটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷
মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব দিয়ে সংসদের আজকের অধিবেশন শুরু হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক