1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় সংসদ

২৬ জানুয়ারি ২০১২

বিরোধী দলের অভিযোগ, প্রস্তাব বা সুপারিশ যাই থাকুকনা কেন সংসদে এসে তা বলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন৷

https://p.dw.com/p/13phm
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান (ফাইল চিত্র)ছবি: picture-alliance/dpa

নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনও শুরু হয়েছে বিরোধী দল ছাড়া৷ বুধবার বিকেলে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব ও আলোচনার পর নতুন বছরের প্রথম অধিবেশন শুরুর প্রথম দিনেই রেওয়াজ অনুযায়ী সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেন৷ রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া৷ তাই বিরোধী দল যদি সংসদে এসে তাদের অভিযোগ, প্রস্তাব বা সুপারিশ তুলে ধরে, তাহলে গণতন্ত্রই লাভবান হবে৷

Dhaka Bangladesch 10 von 19
বিএনপিকে সংসদে এসে বক্তব্য রাখার আহ্বান জানালেন রাষ্ট্রপতিছবি: DW/Harun Ur Rashid Swapan

রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ এবং সংগ্রামের ফসল বাংলাদেশের গণতন্ত্র৷ এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভালভাবেই এগিয়ে যাচ্ছে৷ গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোন তৎপরতা কাম্য নয়৷ সাম্প্রতিক সময়ে গণতন্ত্র বিরোধী তৎপরতা নস্যাৎ করে দেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি৷

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বক্তৃতায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন৷ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং তা চলবে৷ নির্বাচন কমিশন গঠন নিয়ে ডাকা সংলাপে রাজনৈতিক দলগুলো অংশ নেয়ায় রাষ্ট্রপতি তাদের ধন্যবাদ জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য