1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতার বিশ্বকাপ

২৩ সেপ্টেম্বর ২০১৩

খোদ ফিফা প্রেসিডেন্ট মনে করেন, কাতারকে ২০২২ বিশ্বকাপের আয়োজক করাটা ছিল ভুল৷ প্রচণ্ড গরমে বিদেশি খেলোয়াড়-দর্শকদের কী অবস্থা হবে – এ চিন্তায় সবাই যখন ব্যস্ত, তখন কাতার জানিয়েছে, আয়োজনকে সফল করতে তারা প্রস্তুত৷

https://p.dw.com/p/19la5
ছবি: picture alliance/abaca

২০২২ সালের বিশ্বকাপ যখন হবে, কাতারে তখন প্রচণ্ড গরম৷ মরুর দেশ৷ গ্রীষ্মে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠা কোনো ব্যাপারই নয়৷ সেই গরমে বিদেশি, বিশেষ করে শীতের দেশের খেলোয়াড়রা খেলবেন কী করে আর দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখবেনই বা কী করে! এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই৷ আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকে এ সিদ্ধান্তের সমালোচনা হয়েছে বিস্তর৷ কয়েক দিন আগে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারও বলেছেন, মরুর দেশে গ্রীষ্মকালে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তটা আসলেই ভুল ছিল৷

ভুল সংশোধনের পথও খুঁজতে শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা৷ এখন গ্রীষ্মের বদলে শীতে আসর শুরু করার কথাও ভাবা হচ্ছে৷ এ প্রসঙ্গেই একটি বিবৃতি দিয়েছে ‘কাতার ২০২২ সুপ্রিম কমিটি'৷ মরুর দাবদাহ যাতে কারো গায়েই না লাগে সে ব্যবস্থা করতে পরিবেশবান্ধব প্রযুক্তির সহায়তায় ভেনুগুলোতে তো বটেই, এমনকি ট্রেনিং গ্রাউন্ড এবং ফ্যান জোনেও শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র রাখা হবে৷

সেভাবে আন্তর্জাতিক মানের আয়োজন যে সম্ভব তা ক'দিন আগে প্রমাণও করেছে কাতার৷ গত জুন মাসে জসিম বিন হামাদ আল-সাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ হয়েছে নির্বিঘ্নে৷ এই দৃষ্টান্ত দেখিয়ে কাতার দাবি করেছে ২০২২ বিশ্বকাপ নির্ধারিত সময়ে আয়োজন করাও তাদের পক্ষে সম্ভব৷ তবে একটু পিছিয়ে শীতকালে আসর শুরুর পরিকল্পনা মেনে নিতেও আপত্তি নেই তাদের, বিবৃতিতে কাতার ২০২২ সুপ্রিম কমিটি লিখেছে, ‘‘২০২২ বিশ্বকাপের সময়সূচিতে পরিবর্তন আনতে চাইলে আমরা সে অনুযায়ীও কাজ করতে প্রস্তুত৷''

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য