বিশ্বরেকর্ড গড়ে রেয়াল মাদ্রিদে বেল
৩ সেপ্টেম্বর ২০১৩পরিমাণটা প্রায় ১০০ মিলিয়ন ইউরো বলে খবর দিচ্ছে গণমাধ্যমগুলো৷ এর আগের রেকর্ড ছিল ৯৪ মিলিয়ন ইউরো৷ ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেয়ালে নিয়ে আসতে এই পরিমাণ খরচ করতে হয়েছিল৷
বেশ কিছুদিন ধরেই ২৪ বছর বয়সি বেলের রেয়ালে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল৷ অবশেষে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সেই চুক্তিটি হয়৷ সোমবার সকালে চিকিৎসা পরীক্ষা শেষে দুপুরের দিকে রেয়াল সমর্থকদের সামনে নিজের পারফরম্যান্স দেখান বেল৷
স্বপ্ন পূরণ
রেয়ালে যোগ দিয়েই বেল বলেছেন, ‘‘এটা স্বপ্ন পূরণের মতো৷'' রেয়ালকে এ বছর চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা এনে দেয়ার লক্ষ্যের কথাও জানিয়ে দেন সঙ্গে সঙ্গে৷
বেলকে পেয়ে খুশি রেয়াল প্রেসিডেন্ট ফ্লরেন্টিনো পেরেজও৷ তিনি বলেন, বেল বয়সে তরুণ হলেও তাঁর ফুটবল দক্ষতা অসাধারণ৷ তিনি আশা করেন, ফুটবল ক্লাব হিসেবে রেয়ালের যে সুনাম রয়েছে বেল সেটাকে আরও উপরে নিয়ে যাবেন৷
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)