সুপারকাপে মুরিনিও-গুয়ার্দিওলার মোলাকাত
৩০ আগস্ট ২০১৩২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসি যখন বায়ার্নকে পেনাল্টি শুটআউটে হারায়, কিংবা ২০১৩ সালে বায়ার্ন যখন চ্যাম্পিয়নস লিগ জেতে বা চেলসি ইউরোপা লিগ জেতে – তখন মুরিনিও কিংবা গুয়ার্দিওলা, কেউই তাঁদের আজকের দলগুলোর দায়িত্বে ছিলেন না৷ কিন্তু এবার প্রাগে যখন মোলাকাত হবে, তখন তাঁরা চেলসির মুরিনিও এবং বায়ার্নের পেপ৷ দু'জনের মাঠে থাকাটাই মাঠ গরম করে তুলবে৷
দু'জনের প্রতিদ্বন্দ্বিতার শেষ রাউন্ডটি নিঃসন্দেহে জিতেছেন গুয়ার্দিওলা, কেননা তিনি ২০০৮ থেকে ২০১২ বার্সার কোচ থাকাকালীন বার্সা সব মিলিয়ে ১৪টি খেতাব জিতেছে৷ ওদিকে তিনি বায়ার্নে লাগাম ধরার আগেই বায়ার্ন প্রথমবারের মতো ত্রিমুকুট জয় করে বসে আছে – যা কিনা পেপের কাছ থেকে ফ্যান ও দলীয় কর্মকর্তাদের প্রত্যাশা আরো অনেক বাড়িয়ে দিয়েছে৷
মুরিনিও খোঁচা দিতে ছাড়েননি৷ তিনি এই অভিমত প্রকাশ করেছেন যে, বায়ার্ন গুয়ার্দিওলার অধীনে এই মরশুমে এতটা ভালো খেলবে কিনা, সে বিষয়ে তাঁর সন্দেহ আছে৷ অথবা মুরিনিও-র ভাষায়: ‘‘ইয়ুপ হাইনকেসের বায়ার্ন ছিল ইউরোপে সেরা৷ এখন তাদের অনেক নতুন প্লেয়ার এবং নতুন কোচ এসেছে – এবং তারা আগের মতোই ভালো কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে৷''
খোদ গুয়ার্দিওলারও সেরকম সন্দেহ দেখা দিতে পারে, বিশেষ করে বায়ার্ন গত মঙ্গলবার ফ্রাইবুর্গের বিরুদ্ধে বুন্ডেসলিগার খেলায় ১-১ ড্র করে বসে থাকার ফলে৷ পেপ অবশ্য সাতজন রেগুলার প্লেয়ারকে রেস্ট দিয়েছিলেন, কিন্তু বাকিরা যেভাবে সুযোগ নষ্ট করেছে, তা-তে নতুন কোচের বিশেষ খুশি হওয়ার কথা নয়৷
চেলসির বিরুদ্ধে গুয়ার্দিওলা নামাবেন তাঁর সেরা একাদশ, যদিও মিডফিল্ডে একটা সমস্যা দেখা দিতে পারে: থিয়াগো আর হাভি মার্তিনেজ দু'জনেই ইনজিওর্ড৷ বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ফ্রাইবুর্গের খেলায় খুঁড়োতে খুঁড়োতে মাঠ ছেড়েছেন, কাজেই তিনি প্রাগে মাঠ আলো করতে পারবেন কিনা, বলা শক্ত৷
চেলসি আর মুরিনিও সম্পর্কে তিনি নিজে যা বলেছেন, সেটুকু বললেই যথেষ্ট: ‘‘আমি সেই ক্লাবে আছি, যেখানে আমি থাকতে চাই৷ আমি সেই দেশে আছি, যেখানে আমি থাকতে চাই৷'' অবশ্য গত মরশুমের আগের মরশুমে চ্যাম্পিয়নস লিগ জেতার পর গত মরশুমে চেলসি গ্রুপ স্টেজেই বিদায় নিয়েছে৷ কাজেই খোদ মুরিনিও এবার বিনয় শিখেছেন: ‘‘গত বছর বিশ্বের সেরা টিমের বিরুদ্ধে খেলাটা আমাদের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ, কেননা ওরা গত বছর চমকে দেওয়ার মতো ছিল৷ সেরা দলের বিরুদ্ধে খেলে জানতে পারা, আমরা ঠিক কোথায়, সেটা তো আমাদের পক্ষে ভালোই৷''
চেলসি সুপারকাপ জেতে ১৯৯৮ সালে, বায়ার্ন এ যাবৎ ও-রসের স্বাদ পায়নি৷ তবে সুপারকাপ ব্যাপারটার মধ্যেই এক ধরনের ফাঁকি দেখেন অনেকে৷ মুরিনিও নিজেই যেমন বলেছেন: ‘‘এটা একটা এক ম্যাচের কমপিটিশন, কাজেই ফুটবলের বিচারে এর বিশেষ গুরুত্ব নেই৷ কিন্তু এই কাপের প্রেস্টিজ আছে৷''
আরও বেশি প্রেস্টিজ আছে পুরাতন বৈরি পেপ গুয়ার্দিওলার নতুন চাকরিতে তার নাক কেটে! যদিও সে কথাটা স্বভাবতই বলেননি মুরিনিও৷
এসি/ডিজি (ডিপিএ)