‘বস্তি-পর্যটন'
১ জুন ২০১২ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরে কত মানুষ বস্তিতে বসবাস করেন? এ প্রশ্নের উত্তর মেলা কঠিন হতে পারে, কিন্তু এই সত্যটা বড়ো ভয়াবহ সত্য৷ জাকার্তায় অজস্র বস্তি৷ আর সেই বস্তিগুলোর কোনো কোনোটার অবস্থা ভয়াবহ৷ যেমন, ব্যস্ত রেললাইনের মাত্র এক মিটার দূরে ছোট্ট ছোট্ট শিশু নিয়ে তারপুলিনের তাঁবুর নীচে বসবাস করছে পরিবারগুলি৷ কিংবা নোংরা, আবর্জনা আর ডাঁই করে রাখা ডেব্রিসের মধ্যে রয়েছে, খাচ্ছে দাচ্ছে বা ভিক্ষা করে জীবন কাটাচ্ছে শয়ে শয়ে মানুষ৷
এমন দৃশ্য কে দেখতে চায়? এক অর্থে এ তো কষ্টকর বটেই, সেইসঙ্গে খানিকটা যন্ত্রণাদায়কও কি নয়? সাধারণভাবে সেটা মনে হতে পারে, কিন্তু জাকার্তায় ক্রমশই দেখা যাচ্ছে এই বস্তি পর্যটন দিব্যি জনপ্রিয় হয়ে উঠছে৷ প্রতিবেশী দেশগুলি, যেমন সিঙ্গাপুর বা থাইল্যান্ড থেকে আসা পর্যটকরা তো শুরুতেই চলে যায় শহরের বস্তিগুলো দেখতে৷ তোলে ফটাফট ছবি কিংবা ভিডিও৷ পরিশেষে বস্তির গরিব বাসিন্দাদের কেউ পয়সা দেয়, কেউ বা খাবার, অনেকে আবার দয়াপরবশ হয়ে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করে দেয় বস্তিবাসী কোন অসুস্থ মানুষের৷
শুধু জাকার্তাতেই নয়, বস্তি পর্যটনের এই দৃশ্য দেখা যাচ্ছে বিশ্বের অন্যত্রও৷ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরো-র ফাভেলা বা বস্তিগুলোতে পর্যটকের ঢল নামছে, একই দৃশ্য দেখা যাচ্ছে মুম্বই-এর সুপরিচিত ধারাভি বস্তিতেও৷ এই যে বস্তির প্রতি পর্যটকদের এত প্রেম, এই ব্যাপারটা হঠাৎ করে এল কোথা থেকে? অনেকেরই বক্তব্য, ড্যানি বয়েলের অস্কারজয়ী ছবি স্লামডগ মিলিওনেয়ার এর প্রভাব হয়তো এটা৷ যে ছবির একটা বিস্তীর্ণ অংশ ওই ধারাভি বস্তিতেই শ্যুটিং হয়েছিল কিনা!
যা হোক, ইন্দোনেশিয়ার পর্যটন বিভাগ যখন দেশের চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ছবি দিয়ে পর্যটক টানার চেষ্টা করছে, তখন জাকার্তার দারিদ্র দেখিয়ে তার আসল রূপ বিশ্বের সামনে উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে একটি অলাভজনক এনজিও৷ তাদের তরফেই ৫৯ বছরের তথ্যচিত্র নির্মাতা পোউলান জানালেন, রোজ বেশ কিছু মানুষ আমাদের এই অচেনা জাকার্তার পর্যটনে আসছেন৷ আমরা তাঁদের এইসব বস্তিতেই নিয়ে যাই৷ দেখাই ঝকঝকে শপিং মল, আর ঝাঁ চকচকে বাড়িঘর রাস্তাঘাটের আড়ালে এই শহরটার আসল রূপটা কী এবং কেমন৷
প্রতিবেদন: এএফপি / সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন