বুধবার থেকে শিক্ষার্থীদের জন্য ‘হাফ' ভাড়া কার্যকর
৩০ নভেম্বর ২০২১বিজ্ঞাপন
শিক্ষার্থীদের জন্য বাসে ‘হাফ' ভাড়া কেবল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত৷ সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য ছুটির দিনে ‘হাফ' ভাড়া দেওয়ার সুযোগ থাকবে না৷
হাফ ভাড়া দেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে শিক্ষার্থীদের৷
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ৷ তিনি বলেন, "এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকার জন্য কার্যকর হবে, কোনোভাবে ঢাকার বাইরের জন্য কার্যকর হবে না৷ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হল৷”
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)