ফ্রাঙ্কফুর্টকে হারালো গ্লাডবাখ
২ মার্চ ২০১৩এই জয়ের ফলে গ্লাডবাখের অবস্থান এখন লিগ টেবিলের ছয় নম্বরে৷
ফ্রাঙ্কফুর্ট শেষ গোল করতে পেরেছিল হামবুর্গের সঙ্গে খেলায়, সেটাও চার ম্যাচ আগে৷ ঐ খেলায় ২-০ গোলের জয় পেয়েছিল ফ্রাঙ্কফুর্ট৷
শুক্রবার হারলেও পয়েন্ট টেবিলে এখনো চার নম্বরে রয়েছে তারা৷ ফলে আগামী মৌসুমে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ এখনো থাকছে ফ্রাঙ্কফুর্টের৷ তবে এজন্য লিগের বাকি খেলাগুলোয় আরও ভাল খেলতে হবে তাদের৷ এভাবে ম্যাচের পর ম্যাচ গোলশূন্য থাকলে চলবেনা৷
গ্লাডবাখের পক্ষে লুক ডে ইয়ং খেলার ২২ মিনিটে হেড করে একমাত্র গোলটি করেন৷ দ্বিতীয়ার্ধে প্রভাব বিস্তার করে খেলে ফ্রাঙ্কফুর্ট৷ কিন্তু গোলের দেখা পায়নি তারা৷
জার্মান লিগের পর এবার ইটালীয় ফুটবলের খবর৷ সেখানে শুক্রবার খেলা হয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটো দলের মধ্যে, জুভেন্টাস আর নেপোলি৷
খেলা শুরুর আগে প্রথম স্থানে থাকা জুভেন্টাসের সঙ্গে দ্বিতীয় দল নেপোলির ব্যবধান ছিল ছয় পয়েন্টের৷ শুক্রবার দুই দলের মধ্যে খেলার পরও ব্যবধান একই থেকে গেছে৷ অর্থাৎ খেলাটা ড্র হয়েছে, ১-১ গোলে৷
খেলায় প্রথমে গোল করেছিল জুভেন্টাস৷ পরে সেটা শোধ করে দেয় নেপোলি৷ এরপর দ্বিতীয়ার্ধে অতিথি জুভেন্টাসকে চেপে ধরেছিল নেপোলি৷ কিন্তু কিছুটা ভাগ্য আর কিছুটা জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক বুফনের অসাধারণ নৈপুণ্যের কারণে গোল পায়নি নেপোলি৷
ড্র করতে পারায় জুভেন্টাসের কোচ অ্যান্টোনিও কন্টে খুশি হলেও বলছেন লিগ চ্যাম্পিয়ন হতে এখনো অনেক পথ বাকি আছে৷ তবে দ্বিতীয় স্থানে থাকা নেপোলির সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান থাকাটা ভাল খবর৷
এদিকে গোলের অনেক সুযোগ থাকার পরও পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশ নেপোলির কোচ ওয়াল্টার মাজ্জারি৷ এ নিয়ে পরপর তিন ম্যাচে ড্র করলো ম্যারাডোনার সাবেক দল নেপোলি৷
জেডএইচ / এআই (রয়টার্স, এএফপি)