বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মালিকের বিরুদ্ধে মামলা
৩০ জুন ২০২০নৌপুলিশের এসআই শামছুল আলম মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলাটি করেন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
ওই মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো কয়েকজনকে আসামি করা হয়েছে৷
এদিকে, ডুবে যাওয়া এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি থেকে মঙ্গলবার দুপুরে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়৷ মৃতদেহটি একজন পুরুষের, তবে তার পরিচয় পাওয়া যায়নি৷
সোমবার সকালে মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে মর্নিং বার্ড সদরঘাটের দিকে আসছিল৷ শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের আরকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুব যায়৷ ওই দিন দুপুর পর্যন্ত ৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়৷ আরো দুইজনকে হাসপাতালে নেওয়া পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন৷ মঙ্গলবার উদ্ধার মৃতদেহ নিয়ে এখন মোট মৃত্যু ৩৩ জন৷
একজনকে জীবিত উদ্ধার:
ডুবে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর এমএল মর্নিং বার্ডের ভেতর থেকে একজনকে জীবত উদ্ধার করা হয়েছে৷ তিনি কিভাবে ডুবে যাওয়া জাহাজের ভেতর দীর্ঘ সময় জীবিত ছিলেন তা নিয়ে হইচই পড়ে গেছে৷
উদ্ধার ওই ব্যক্তির নাম সুমন ব্যাপারী (৩৫)৷ তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷
এসএনএল/ (বিডিনিউজ টোয়িন্টফোর ডটকম)
২০১৯ সালের জানুয়ারির ছবিঘর দেখুন...