1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুয়েট সংকট

১৪ জুলাই ২০১২

বুয়েটের শিক্ষক-ছাত্ররা উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন৷ তারা কাল রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দেবেন৷ অন্যদিকে বুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্য এখনো পদত্যাগ না করতে অনড়৷

https://p.dw.com/p/15Xoi
libro ingrandimento © cuntactor #7584002
ছবি: picture-alliance/dpa

বুয়েটের শিক্ষক-ছাত্র এবং কর্মচারীদের অবস্থান কর্মসূচির ৪র্থ দিনে তারা স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন৷ তাদের একটিই দাবী: বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণ করতে হবে৷ ছাত্ররা বললেন শিক্ষকদের দাবীর প্রতি তাদের সমর্থন রয়েছে৷

তারা ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন৷ শিক্ষক কর্মচারীরা জানান কাল রোববার তারা রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে স্মারক লিপি দেবেন৷

মৌন মিছিলের পর বুয়েটের শিক্ষক-ছাত্র এবং কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শপথ নেন৷ তারা বলেন উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন৷

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, কাল রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দেয়ার পরও যদি উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ করা না হয় তাহলে গণঅনশনসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

আন্দোলনের কারণে বুয়েটের উপচার্য এখন সাধারণ শিক্ষক ও ছাত্রদের মুখোমুখি অবস্থান নিয়েছেন৷ তিনি বলেছেন আন্দোলন করে তাকে সরানো যাবে না৷

একই ধরনের কথা বলেছেন উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান ৷

গত ৪ মাস ধরে বুয়েটের শিক্ষকরা উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণের দাবীতে আন্দোলন করে আসছেন৷ একমাস আগে শিক্ষকরা প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন৷ কিন্তু তাতেও সমাধান না হওয়ায় বুধবার থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়৷ আর ওইদিন থেকেই উপাচার্য বুয়েট বন্ধ ঘোষণা করেন৷ তাতে পরিস্থিতি আরো উত্তাল হয়ে ওঠে৷

সন্ধ্যায় কর্মকর্তা এবং কর্মচারীরা আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য