1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোনের হাতে রাখি বেঁধে ভাইরাল

৯ আগস্ট ২০১৭

সাধারণত বোন ভাইয়ের হাতে রাখি বাঁধেন৷ কিন্তু এ বছর একটি বিজ্ঞাপন সে ধারণা পালটে দিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে একজন ভাই তাঁর বোনের হাতে রাখি বেঁধেছেন এবং এর কারণ ব্যাখ্যা করেছেন৷

https://p.dw.com/p/2huoG
ছবি: facebook.com/fnp

এ বছর ‘রক্ষা বন্ধন’ উপলক্ষ্যে গেল ১৫ জুলাই ফেসবুকে বিজ্ঞাপনটি ছাড়া হয়েছিল ফার্নস অ্যান্ড পেটাল্স নামে একটি পেজে৷ ভিডিওটি এ পর্যন্ত কমপক্ষে প্রায় চুয়াত্তর লাখ বার দেখা হয়েছে এবং পৌনে এক লাখ বার শেয়ার হয়েছে৷ এছাড়া এটি ইউটিউবেও পাওয়া যাচ্ছে৷

ভিডিওটিতে দেখা যায়, একজন মধ্যবয়স্ক লোককে তাঁর বড় বোন রাখি পরিয়ে দেবার পর তিনিও একটি রাখি বের করেন৷ এতে বোন ও তাদের ছেলেমেয়েসহ পরিবারের সবাই অবাক হন৷

তখন লোকটি বলেন, বোন ভাইকে রাখি পরান, যেন ভাই তাঁকে রক্ষা করেন৷ ছোটবেলা থেকেই বোনেরা ভাইদের রক্ষা করেন অনেক কিছু থেকেই৷ তাই বোনকেও রাখি পরানো উচিত৷

আবেগঘন এই বিজ্ঞাপনচিত্রটি খুব সাদরে গ্রহণ করেছেন মানুষ৷ অনেকেই এই ধারণাকে সমর্থন দিয়ে লিখেছেন, ‘নতুন আইডিয়া৷ এটা খুব চমৎকার হয়েছে’৷ তবে একজন লিখেছেন, ‘যখন থেকে মনে পড়ে, প্রতিবছরই আমার ভাই আমাকে রাখি পড়িয়ে দেয়৷’

অনেক ভাই তাঁর বোন ও পরিবারের সদস্যদের ট্যাগ করেছেন ভিডিওতে৷ একইসঙ্গে অনেক বোন তাঁর ভাইকে ট্যাগ করে লিখেছেন, ‘আমার রাখি কোথায়?’

সব মিলিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ভিডিওটি৷ এ বছর রক্ষা বন্ধন দিবস পালিত হয় গেল ৭ আগস্ট৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য