1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বোমা ইয়েমেনে শান্তি নয়, মৃত্যু আনবে'

৩০ মার্চ ২০১৫

ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ অভিযান শুরু করেছে৷ আরব লিগের নেতারাও এ লক্ষ্যে একটি যৌথ সামরিক জোট তৈরির কথা বলছেন৷

https://p.dw.com/p/1EzRu
Jemen Demonstration Shiiten Huthi
ছবি: GettyImages/STR/AFP

তাঁরা বলছেন, হুতি বিদ্রোহীরা যতক্ষণ পর্যন্ত না অস্ত্র সহ আত্মসমর্পণ করছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনে অভিযান চালানো হবে৷

ইয়েমেন সংকটের মূল কারণ হিসেবে সুন্নি প্রধান সৌদি আরব ও শিয়া প্রধান ইরানের মধ্যকার দ্বন্দ্বের কথাই বলছেন গবেষক ড. নুসাইবাহ ইউনিস৷ সৌদি আরবের আকাশ থেকে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সৌদির প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে দেবে বলেও মনে করেন তিনি৷ লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় এ সংক্রান্ত একটি কলাম লিখেছেন ড. ইউনিস৷

তবে সানা উকবা মনে করেন, ইয়েমেনের ঘটনা শিয়া-সুন্নি দ্বন্দ্বের কোনো ফল নয়, বরং ক্ষমতার দ্বন্দ্ব৷ আল-আরাবি আল-জাদিদ ওয়েবসাইটে এ বিষয়ে তাঁর একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে৷

মধ্যপ্রাচ্য নিয়ে বহুদিন ধরে সাংবাদিকতা করা রবার্ট ফিস্ক ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় লিখেছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যুদ্ধের শুরু হলো ইয়েমেনে৷ সৌদি আরব ইয়েমেনে হামলা শুরুর পর তিনি এই মন্তব্য করেন৷

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত আদেল আল-জুবায়ের বলছেন, ইয়েমেনে সৌদি অভিযান ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়, বরং এটা ‘প্রয়োজনের জন্য যুদ্ধ'৷

রাজা রুমি লিখেছেন, ‘‘হাসবো নাকি কাঁদবো? বাস্তবতা হচ্ছে, সাতটি রাজতন্ত্র ও একটি সামরিক শাসনতন্ত্র ইয়েমেনে গণতন্ত্র পুনরুদ্ধারে বোমা মারছে!''

আলি আবুনিমাহ মনে করেন, বোমা মেরে ইয়েমেনে ‘শান্তি' কিংবা ‘স্থিতিশীলতা' আনা যাবে না৷ এসব শুধু মৃত্যুই ডেকে আনবে৷

এদিকে, ইয়েমেনের রাজধানী সানায় বাংলাদেশের দুই প্রকৌশলী আটকা পড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ তাঁরা হলেন গোলাম মোস্তফা এবং মো. সিরাজুল হক৷ যুদ্ধের কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফিরতে পারছেন না তাঁরা৷ ইয়েমেনে বাংলাদেশের দূতাবাস না থাকায় তাঁরা কোনো সহায়তাও পাচ্ছেন না৷ তবে ঘটনাটি শুনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিডিনিউজকে বলেন, তাঁরা কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওই দুই প্রকৌশলীকে উদ্ধারের চেষ্টা করছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য