1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আতঙ্ক ও উচ্চ সতর্কতা

২৫ জুলাই ২০১২

কলোরাডোর প্রেক্ষাগৃহে মধ্যরাতের প্রদর্শনীর সময় বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনার পর ‘ব্যাটম্যান’ ছবি নিয়ে আলোচনা তুঙ্গে৷ একদিকে, ছবিটির রমরমা ব্যবসা৷ অন্যদিকে, দর্শকদের নিরাপত্তার প্রশ্ন৷

https://p.dw.com/p/15eKB
ছবি: dapd

‘ব্যাটম্যান' ছবির ধারাবাহিকের তৃতীয় পর্ব ‘দ্য ডার্ক নাইট রাইজেজ'এর প্রদর্শনী চলাকালে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত এবং ৫৮ জন আহত হওয়ার ঘটনায় শোকাহত মার্কিনিরা৷ তবে এই ঘটনার পরও ছবিটি দর্শকদের টানতে পেরেছে বেশ সফলভাবেই৷

চলচ্চিত্র জগতের ব্যবসায়িক সাফল্যের দিকে নজর রাখে ‘এক্সিবিটর রিলেশন্স' নামক প্রতিষ্ঠান৷ তাদের হিসাবে, মুক্তির পর প্রথম সপ্তাহান্তেই ১৬ কোটি নয় লাখ ডলার আয় করেছে ব্যাটম্যান ধারাবাহিকের শেষ পর্ব৷ এর ফলে প্রথম সপ্তাহান্তে তৃতীয় সর্বোচ্চ আয় করার রেকর্ড গড়েছে পরিচালক ক্রিস্টোফার নোলান-এর ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেজ'৷ এক্ষেত্রে ১৬ কোটি ৯২ লাখ ডলার আয় করে এক ধাপ উপরে রয়েছে হ্যারি পটার ধারাবাহিকের শেষ পর্ব ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ, পার্ট টু'৷

আর এখন পর্যন্ত প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘দ্য অ্যাভেঞ্জার্স'এর৷ এটি আয় করেছিল ২০ কোটি ৭৪ লাখ ডলার৷ অবশ্য অন্য ছবি দু'টি ত্রিমাত্রিক ছবি হওয়ায় সেগুলোর টিকেটের মূল্য অনেক বেশি ছিল৷ সেই বিবেচনায় দ্বিমাত্রিক ছবির মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন ব্যাটম্যান'এর তৃতীয় পর্বের এই ছবিটির৷

Batman Live-Premiere in Berlin
বার্লিনে ব্যাটম্যানছবি: picture-alliance/dpa

তবে কলোরাডো'র ঘটনা ছাড়াও ছবিটি কিছুটা আতঙ্কের জন্ম দিয়েছে দর্শকদের মাঝে৷ কলোরাডোর ঘটনার জন্য জেমস হোমস'কে আটক করার পর অ্যামেরিকার আরো তিনটি এলাকায় প্রায় একই ধরণের আতঙ্ক সৃষ্টির কারণে জননিরাপত্তার স্বার্থে আরো তিন জনকে আটক করেছে মার্কিন পুলিশ৷

অ্যারিজোনার সিয়েরা ভিসা'র প্রেক্ষাগৃহে ছবিটি চলার সময় এক ব্যক্তির অস্বাভাবিক আচরণের ফলে আতঙ্কের সৃষ্টি হয়৷ এমনকি ৫০ জন দর্শক হল ছেড়ে পালিয়ে যায়৷ সেখান থেকে পুলিশ ২৭ বছর বয়সি মাইকেল উইলিয়াম বোরবোয়া'কে আটক করে৷ এদিকে, মেইন রাজ্যের পুলিশ জানিয়েছে, সেখানে টিমোথি কোর্টিস নামের এক ব্যক্তিকে একে-৪৭ বন্দুকসহ আটক করা হয়েছে৷ কোর্টিস স্বীকার করেন যে, ছবিটি দেখার পর তিনি তাঁর আগের কর্মস্থলের প্রধানকে খুন করতে যাচ্ছিলেন৷ এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একই ছবির প্রদর্শনীর সময় অস্বাভাবিক আচরণের জন্য আটক করা হয়েছে ৫২ বছর বয়সি ক্লার্ক ট্যাবর'কে৷

এমন অবস্থায় হাস্যরসাত্মক ধারাবাহিক ব্যাটম্যান'এর সর্বসাম্প্রতিক পর্ব ‘ব্যাটম্যান ইনকর্পোরেটেড নম্বর তিন' এর প্রকাশনা এক মাসের জন্য স্থগিত করেছে এটির মালিক প্রতিষ্ঠান ডিসি এন্টারটেনমেন্ট৷ এছাড়া জার্মানির প্রেক্ষাগৃহগুলোতে ‘ব্যাটম্যান' ছবির প্রদর্শনীতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে৷

এএইচ / জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য