‘ব্রাজিল কিন্তু ইরাক নয়’
৮ মে ২০১৪আলডো রেবেলো কথাটা বলেছেন মূলত ইংল্যান্ড ফুটবল দলের উদ্দেশ্যে৷ ব্রাজিলের রিও ডি জানেরোয় গত মাসে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে৷ সেই থেকে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল তা দূর হওয়ার কোনো লক্ষণই নেই৷ বরং গত সপ্তাহে কোপাকাবানা সৈকতের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ায় নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ ২০১৪ বিশ্বকাপের সাতটি ম্যাচ হবে রিও ডি জানেরোয়৷ আর কোপাকাবানা সৈকতের কাছেরই এক হোটেলে থাকবে ইংল্যান্ড দল৷ নিজেদের নিরাপত্তা নিয়ে ইংলিশরা তাই মহাদুশ্চিন্তায়৷
কয়েকদিন আগে ইংল্যান্ড দলের কোচ রয় হজসন জানান, কোপাকাবানার কাছাকাছি যাতে দল নিয়ে থাকতে না হয় তা তাঁরাও চান৷ ভেন্যু পরিবর্তন করা গেলে খুশি হতেন বলেও জানিয়েছেন তিনি৷ এদিকে ব্রিটেনের কয়েকটি পত্রিকা ইংল্যান্ড দল যেখানে থাকবে, সেই মানাউস এলাকাকে বর্ণনা করেছে ‘খুনে মানাউস' হিসেবে৷ এরপর আর চুপ থাকেন কী করে আলডো রেবেলো? ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী তাই ইংলিশদের খানিকটা কটাক্ষ করে বলেছেন, ‘‘মানাউসে ইংলিশদের ইরাক বা আফগানিস্তানের চেয়ে বড় কোনো হুমকির মুখোমুখি হতে হবে বলে মনে হয়না৷ সেখানে তো তাঁদের কয়েক হাজার সৈন্য প্রাণ হারিয়েছেন!''
এভাবে কটাক্ষ করলেও ক্রীড়ামন্ত্রী অবশ্য রিও ডি জানেরোর বর্তমান পরিস্থিতিকে ‘শান্তিপূর্ণ' বলছেন না৷ রিও-তে ছোটখাটো হাঙ্গামা সবসময় কমবেশি লেগেই থাকে – এ কথা স্বীকার করে তিনি জানান, বিশ্বকাপের সময় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করার সব চেষ্টাই চলছে৷ বিশ্বকাপের সময় দেড় লক্ষ পুলিশ তো থাকবেই, সঙ্গে আরো যোগ হবে ২০ হাজার বেসরকারি নিরাপত্তা কর্মী৷ এ সপ্তাহ থেকে অতিরিক্ত দু হাজার পুলিশ মোতায়েন করেছে রিও ডি জানেরো কর্তৃপক্ষ৷ আগামী ১২ই জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ৷ এবারের ফাইনালও হবে রিও ডি জানেরোয়৷
এসিবি/এসবি (এএফপি)