ব্রাসেলসে হামলার পরিকল্পনা
২১ মার্চ ২০১৬রাইন্ডার্স রবিবার বলেন, ‘‘আবদেসালামকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে অনেক অস্ত্র পাওয়া গেছে, ভারী অস্ত্র৷ এছাড়া ব্রাসেলসে সে (আবদেসালাম) নতুন করে নেটওয়ার্কও গড়ে তুলেছিল৷''
প্যারিস হামলার সঙ্গে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান রাইন্ডার্স৷ রেস্তোরাঁ, বার ও একটি কনসার্ট হলে চালানো আত্মঘাতী ঐ হামলায় ১৩০ জন নিহত হন৷
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান ইয়ামবন বিষয়টি নিশ্চিত করতে না পারলেও সেটা হতে পারে বলে মন্তব্য করেন৷ ‘‘গত ১৮ মাস ধরে সন্ত্রাসবাদ নিয়ে কাজ করার কারণে আমি জানি, যখন সন্ত্রাসী আর অস্ত্র একই জায়গায় পাওয়া যায়, যেমনটা আবদেসালাম-এর ক্ষেত্রে হয়েছে, তখন বুঝতে হবে হামলার সম্ভাবনা রয়েছে৷ আমি বলছি না যে এগুলো একটা প্রমাণ, তবে হ্যাঁ, সেরকম ইঙ্গিত আছে৷''
শুক্রবার ব্রাসেলসের ফরেস্ট এলাকা থেকে বেলজিয়ামে জন্ম নেয়া ফরাসি নাগরিক ২৬ বছর বয়সি আবদেসালামকে গ্রেপ্তার করা হয়৷ এখন পর্যন্ত প্যারিস হামলার ঘটনায় গ্রেপ্তার করা একমাত্র জীবিত ব্যক্তি সে৷ নভেম্বরের ঐ হামলার ঘটনার তদন্তকারী ফ্রান্সের কর্মকর্তা ফ্রসোয়াঁ মলঁস জানান, আবদেসালাম প্যারিসের স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছিল৷ কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে ফিরে আসে বলে তদন্তের সময় জানিয়েছে৷
এদিকে, আবদেসালামের আইনজীবী স্ফেন মারি জানান তাঁর মক্কেল তদন্তের সময় যা বলেছে সেটা প্রকাশ করে দেয়ায় তিনি আইনজীবীদের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছেন৷ তিনি আরও জানান, বিচারের জন্য আবদেসালামকে ফ্রান্সে পাঠানোর বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে৷
আসল পরিচয় উদ্ধার
আবদেসালামের দুই সহকারীর একজনের আসল পরিচয় জানতে পেরেছে বেলজিয়াম পুলিশ৷ সুফিয়ানে কায়াল নামধারণ করা ২৪ বছর বয়সি ঐ ব্যক্তির নাম নাজিম লাচরাওয়ি৷ ২০১৩ সালে সে সিরিয়ায় গিয়েছিল বলে আইনজীবীরা জানিয়েছেন৷
আবদেসালামের আরেক সহকারী সমীর বুজিদ গত সপ্তাহে ব্রাসেলসে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে৷
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)