1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা

২৪ মে ২০১৭

ম্যানচেস্টারে আত্মঘাতী সন্ত্রাসী হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি করলো ব্রিটেন৷ পুলিশকে সহায়তা করতে সৈন্য মোতায়েন করা হচ্ছে৷ জার্মানিতেও বাড়তি সতর্কতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/2dUKF
ব্রিটেন সতর্কতা
ছবি: picture-alliance/PIXSELL/M. Prpic

ম্যানচেস্টারের আত্মঘাতী হামলা বিচ্ছিন্ন ঘটনা ছিল কিনা, তা নিয়ে জল্পনাকল্পনার মাঝে ব্রিটেন সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করলো৷ ২০০৭ সালের জুন মাসে শেষবার এমনটা করা হয়েছিল৷ ২২ বছর বয়সি লিবীয় বংশোদ্ভূত হামলাকারী সালমান আবেদির পেছনে সম্ভবত কোনো চক্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ তারা আরও হামলার ষড়যন্ত্র করছে – এমন ইঙ্গিতও পাওয়া গেছে৷ প্রধানমন্ত্রী টেরেসা মে স্বয়ং এমন আশঙ্কার উল্লেখ করেছেন৷

সালমান আবেদি আদৌ তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে এই হামলা চালিয়েছে কিনা, তা নিয়েও দ্বন্দ্ব রয়েছে৷ আইএস এই হামলার দায় স্বীকার করলেও তাদের বিবৃতিতে হামলাকারীর পরিচয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি৷ তাতে আরও কিছু অসঙ্গতি ধরা পড়েছে৷ এমনকি আত্মঘাতী হামলার বদলে বিবৃতিতে ঘটনাস্থলে বিস্ফোরক রাখার কথা বলা হয়েছে৷ আরেকটি বিবৃতিতে একদল হামলাকারীর উল্লেখ ছিল, যা পরে মুছে ফেলা হয়৷

ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর ব্রিটেনসহ গোটা ইউরোপে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে৷ ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের আগে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

জার্মানির রাজধানী বার্লিন শহরে বুধবার প্রোটেস্টান্ট খ্রীষ্টান সম্প্রদায়ের সম্মেলন শুরু হচ্ছে৷ সেই উপলক্ষ্যে অসংখ্য মানুষ শহরে সমবেত হচ্ছেন৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে বক্তব্য রাখবেন৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ের বলেছেন, ম্যানচেস্টারের হামলার আগেও জার্মানি যথেষ্ট সতর্ক ছিল৷ বার্লিনে সম্মেলনে নিরাপত্তার পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অনুষ্ঠানে শুধু প্রবেশের সময় তল্লাশি করলে চলবে না, অনুষ্ঠান শেষ হবার সময়েও যথেষ্ট সজাগ থাকতে হবে৷ ম্যানচেস্টারের ঘটনার পর বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

সন্ত্রাসবাদের মোকাবিলা করতে ইউরোপীয় স্তরে আরও নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা শোনা যাচ্ছে৷ জার্মানির চ্যান্সেলর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পেটার আল্টমায়ার বলেন, গোটা বিশ্ব জুড়ে এমন সহযোগিতার প্রয়োজন, কারণ, সন্ত্রাসবাদীরা রাষ্ট্রীয় সীমানা বা ইউরোপের সীমানার তোয়াক্কা করে না৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য