ব্রেক্সিট চুক্তির ব্যাপারে আশাবাদী ম্যার্কেল
২০ অক্টোবর ২০১৭ম্যার্কেল বলেন, ‘‘আমার মনে কোনো সন্দেহ নেই যে, যদি আমরা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট হই, তাহলে একটা ভালো ফল পাবো৷'' জার্মান চ্যান্সেলর বলেন, তিনি এমন চুক্তি চান, যেখানে সবকিছু পরিষ্কারভাবে বর্ণিত থাকবে, শুধু কিছু ধোঁয়াশা নয়৷
ব্রেক্সিট চুক্তি বিষয়ক আলোচনায় অগ্রগতি প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যমে আশংকা প্রকাশ করা হলেও ম্যার্কেল বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে৷ তবে ব্রিটেনের পক্ষ থেকে বিস্তারিত প্রস্তাব এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি৷
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট আলোচনা এগিয়ে নিতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে ইইউ নেতাদের প্রতি আহ্বান জানান৷ তবে এই পরিকল্পনা তৈরির আগে ব্রিটেনকে বিস্তারিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান ইইউ নেতারা৷
তুরস্কের জন্য তহবিল হ্রাসে সম্মত ইইউ নেতারা
সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল জানান, তুরস্ককে ইইউতে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে ইইউ নেতারা এখনও ঐকমত্যে পৌঁছায়নি৷ তবে দেশটিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটায় তুরস্কের জন্য তহবিল হ্রাসে ইইউ নেতারা সম্মত হয়েছেন বলে জানান তিনি৷
উল্লেখ্য, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের আমলে দেশটির বিরোধী রাজনীতিক ও সরকার-বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে নিপীড়নের হার বেড়েছে৷ ফলে দেশটির ইইউতে প্রবেশের যে আলোচনা, তা আপাতত স্থগিত আছে৷
তবে ইইউ ও তুরস্কের মধ্যে শরণার্থী বিষয়ক যে চুক্তি হয়েছে তা সম্পাদনে তুরস্কের ভূমিকার প্রশংসা করেন ম্যার্কেল৷ এই চুক্তির কারণে ইউরোপে শরণার্থী প্রবেশের হার কমেছে বলে জানান তিনি৷
জেডএইচ/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)