1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট চুক্তির ব্যাপারে আশাবাদী ম্যার্কেল

২০ অক্টোবর ২০১৭

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ব্রেক্সিট চুক্তির ব্যাপারে তিনি খুবই আশাবাদী৷ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন৷

https://p.dw.com/p/2mDuk
ছবি: picture-alliance/AP Photo/V. Mayo

ম্যার্কেল বলেন, ‘‘আমার মনে কোনো সন্দেহ নেই যে, যদি আমরা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট হই, তাহলে একটা ভালো ফল পাবো৷'' জার্মান চ্যান্সেলর বলেন, তিনি এমন চুক্তি চান, যেখানে সবকিছু পরিষ্কারভাবে বর্ণিত থাকবে, শুধু কিছু ধোঁয়াশা নয়৷

ব্রেক্সিট চুক্তি বিষয়ক আলোচনায় অগ্রগতি প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যমে আশংকা প্রকাশ করা হলেও ম্যার্কেল বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে৷ তবে ব্রিটেনের পক্ষ থেকে বিস্তারিত প্রস্তাব এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি৷

Belgien Brüssel EU-Gipfel
ব্রেক্সিট আলোচনা এগিয়ে নিতে ইইউ নেতাদের আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেছবি: Reuters/F. Lenoir

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট আলোচনা এগিয়ে নিতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে ইইউ নেতাদের প্রতি আহ্বান জানান৷ তবে এই পরিকল্পনা তৈরির আগে ব্রিটেনকে বিস্তারিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান ইইউ নেতারা৷

তুরস্কের জন্য তহবিল হ্রাসে সম্মত ইইউ নেতারা

সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল জানান, তুরস্ককে ইইউতে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে ইইউ নেতারা এখনও ঐকমত্যে পৌঁছায়নি৷ তবে দেশটিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটায় তুরস্কের জন্য তহবিল হ্রাসে ইইউ নেতারা সম্মত হয়েছেন বলে জানান তিনি৷

উল্লেখ্য, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের আমলে দেশটির বিরোধী রাজনীতিক ও সরকার-বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে নিপীড়নের হার বেড়েছে৷ ফলে দেশটির ইইউতে প্রবেশের যে আলোচনা, তা আপাতত স্থগিত আছে৷

তবে ইইউ ও তুরস্কের মধ্যে শরণার্থী বিষয়ক যে চুক্তি হয়েছে তা সম্পাদনে তুরস্কের ভূমিকার প্রশংসা করেন ম্যার্কেল৷ এই চুক্তির কারণে ইউরোপে শরণার্থী প্রবেশের হার কমেছে বলে জানান তিনি৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য