1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতায় থাকছেন এর্দোয়ান

২৫ জুন ২০১৮

একই সঙ্গে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হয়ে গেল তুরস্কে৷ দু'টোতেই প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান ও তাঁর দল একেপির জোট জয়ী৷ ফলে প্রত্যাশিতভাবেই তুরস্কে এর্দোয়ান-শাসনের মেয়াদ বাড়ল৷

https://p.dw.com/p/30E5R
Wahlen Türkei - Erdogan erklärt sich zum Sieger
ছবি: picture alliance/AP Photo/Presidential Press Service

ভোটের আগের জরিপগুলোও এমন ইঙ্গিতই দিচ্ছিল৷ এর্দোয়ানের বিরোধী এবং সমালোচকরা ২০১৭ সাল থেকেই বলে আসছেন ভোটের মাধ্যমে নিজেকে আরো ক্ষমতাশালী করতে চলেছেন এর্দোয়ান৷ এমন সমালোচনার মুখেই সে বছর গণভোট হয়৷ দেশটি সংসদীয় গণতন্ত্র থেকে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্রের পথে যাবে কিনা, এই প্রশ্নে আয়োজিত গণভোটে এর্দোয়ানের মনোবাসনাই পূর্ণ হয়৷ গণভোটের পরই নির্ধারিত হয়েছিল ভোটের তারিখ৷ এর্দোয়ান অবশ্য সেই সিদ্ধান্তে স্থির থাকেননি৷ কথা ছিল, প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন হবে ২০১৯ সালের নভেম্বরে৷ এর্দোয়ান সরকার আগাম নির্বাচন চাওয়ার কারণেই রবিবার নির্বাচন হয়ে গেল তুরস্কে৷

Infografik Präsidentschaftwahl Türkei 2018 EN

সরকারি ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে এর্দোয়ান পেয়েছেন ৫২ দশমিক ৫ শতাংশ ভোট৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র মুহারেম ইনজে পেয়েছেন ৩০ দশমিক ৭ ভোট৷ বাকি প্রার্থীদের কেউ দশ শতাংশ ভোটও পাননি৷

অন্যদিকে সংসদ নির্বাচনে ক্ষমতাসীন একেপি ৪২ দশমিক ৪ এবং বাকি উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে এমএইচপি ১১ দশমিক ১, সিএইচপি ২২ দশমিক ৭, আইওয়াইআই ১০ এবং এইচডিপি পেয়েছে ১১ দশমিক ৪ শতাংশ ভোট৷ নিজের দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এর্দোয়ানের কোনো চিন্তা নেই, কেননা, চরম জাতীয়তাবাদী দল এমইচপির ভোট মিলিয়ে তাঁর জোট ৫৩ শতাংশের বেশি পেয়েছে৷ এর মানে হলো, সংসদের ৬০০ আসনের মধ্যে এর্দোয়ানের জোটের ৩৪৩টি আসন পাওয়া নিশ্চিত৷

Infografik Parlamentswahl Türkei 2018 EN

এর্দোয়ানের ভাষণ

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এর্দোয়ান বলেছেন, ‘‘জনগণ আমাদের প্রেসিডেন্ট এবং নির্বাহী পদগুলোতে  কাজ করার দায়িত্ব দিয়েছে৷ আশা করি এখন আর কেউ নির্বাচনের ফলাফলে কালি ছিটিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না৷'' জাতির উদ্দেশ্যে দেয়া এ ভাষণের পর তিনি ইস্তানবুল থেকে আঙ্কারার উদ্দেশ্যে রওনা হন৷ সেখানে তাঁর দলীয় সমর্থকদের জমায়েতে ভাষণ দেয়ার কথা৷

সমালোচনা

কারচুপির অভিযোগ তুললেও সোমবার নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বিরোধীরা৷ মধ্য-বামপন্থি দল সিএইচপির প্রধান কার্যালয়ে দেয়া এক ভাষণে মুহারেম ইনজে প্রেসিডেন্ট এর্দোয়ানের উদ্দেশ্যে বলেছেন, ‘‘এখন থেকে আপনি আমাদের সবার প্রেসিডেন্ট৷'' এ সময় নির্বাচনকে ‘অন্যায্য' এবং ‘রক্তে রঞ্জিত' হিসেবেও উল্লেখ করেন তিনি৷ এর পাশাপাশি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও তুলেছেন ইনজে৷ এ অভিযোগে সরকারের অর্থায়নে চলা টিআরটি চ্যানেলের এক সাংবাদিককে বের করে দেন সিএইচপি নেতা৷ ওই সাংবাদিকের উদ্দেশ্যে সরাসরিই মুহারেম ইনজে বলেন, ‘‘আমার তিনটি বড় সমাবেশের একটির খবরও আপনারা প্রচার করেননি৷ দয়া করে আপনি বেরিয়ে যান৷''

চেজ ভিন্টার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য