1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতে চাষিদের রোবট পালন করতে হবে

২৭ মে ২০২০

আগাছা ও কীটপতঙ্গের উৎপাত চাষিদের জন্য বড় সমস্যা বটে৷ ভবিষ্যতে স্বয়ংসম্পূর্ণ রোবট ও ড্রোন খেতের উপর এমন সমস্যা দূর করতে পারবে৷ সেইসঙ্গে চাষিদেরও প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে হবে৷

https://p.dw.com/p/3coxa
ছবি: WDR

ছোট্ট এই উদ্ভিদগুলির টিকে থাকার কোনো সম্ভাবনা নেই৷ থার্মাল শকের ধাক্কা সামলাতে না পেরে এমনকি শিকড়ও নষ্ট হয়ে যাবে৷ ভবিষ্যতে কৃষিক্ষেত্রে রোবট এভাবে আগাছা বিনাশ করতে পারে৷ বন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন রোবটের প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ সৃষ্টি করেছেন৷

এমন রোবট গোটা বিশ্বে চাষের কাজে কার্যত বিপ্লব এনে দেবে, এমনটাই দাবি করা হচ্ছে৷ ২৪ ঘণ্টা ধরে রোবট খেতের উপর উদ্ভিদের রোগ অথবা কীটপতঙ্গের উৎপাত পর্যবেক্ষণ করে যাবে এবং আগাছা নির্মূল করবে৷

বিজ্ঞানীরা এ ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত৷ গোটা বিশ্বে খেতের উপর কীটনাশকের ব্যবহার কমানোই তাঁদের লক্ষ্য৷ সার্ভেয়িং ইঞ্জিনিয়ার হিসেবে হাইনার কুলমান বলেন, ‘‘আমরা রাসায়ানিকের ব্যবহার ব্যাপক হারে কমাতে চলেছি৷ সত্যি এমনটা ঘটবে৷ আগাছা নিয়ন্ত্রণের প্রক্রিয়ার সাফল্য সম্পর্কে আমি অত্যন্ত আশাবাদী৷’’

তবে সবার আগে রোবটকে নির্ভরযোগ্যভাবে আগাছা ও প্রয়োজনীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য বুঝতে হবে৷ হাজার হাজার প্রজাতির আগাছা এবং প্রয়োজনীয় উদ্ভিদ ও সেগুলির রোগ সংক্রান্ত তথ্য ধীরে ধীরে এই প্রণালী আরও উন্নত করে তুলছে৷

রোবট যখন আগাছা পরিস্কারক

ভবিষ্যতে মাটির উপর রোবটকে সাহায্য করতে আকাশে ড্রোন উড়বে৷ এভাবে চাষিরা খেতের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন৷ এমন ছবির সাহায্যে সমস্যা চিহ্নিত করা সম্ভব হবে৷ শুষ্ক মরসুম, রোগ অথবা কীটপতঙ্গের কারণে কোন উদ্ভিদ চাপের মুখে রয়েছে, তা লাল রংয়ের মাধ্যমে দেখানো হয়েছে৷

ভবিষ্যতে রোবট বাতাস থেকে এই সব তথ্য গ্রহণ করে একাই সমস্যার সমাধান করতে এগিয়ে যাবে৷ এখনো প্রোটোটাইপের অনেক সাহায্য লাগে৷ যেমন খেতে যাবার পথ সে খুঁজে পায় না৷ তাছাড়া এখনো গবেষকদের উপস্থিতিতে তাঁদের নির্দেশ অনুযায়ী রিমোট কনট্রোল ব্যবহার করতে হচ্ছে৷

ভবিষ্যতে এমন রোবট নিজেই পথ খুঁজে নেবে৷ খেতে গিয়ে আগাছা অথবা অসুস্থ উদ্ভিদ শনাক্ত করবে৷ তারপর লেজার মডিউলের সাহায্যে সেগুলি নিষ্ক্রিয় করে দেবে৷ এমন প্রণালী বিক্রির উপযুক্ত হতে আরও সময় লাগবে৷ রোবট বিশেষজ্ঞ সিরিল স্টাখনিস বলেন, ‘‘বিশেষ করে আগাছা নির্মূল করার ক্ষেত্রে আমরা দুই থেকে তিন বছরের মধ্যে প্রযুক্তিগতভাবে এতটাই অগ্রসর হবো, যে বাস্তব পরিস্থিতিতে তা প্রয়োগ করা সম্ভব হবে৷ সেইসঙ্গে চাষিদের কাছে এই প্রযুক্তির গ্রহণযোগ্যতা এবং চাষের কাজে এমন প্রণালীর প্রয়োগের বিষয়টিও গুরুত্ব পাবে৷’’

ভবিষ্যতের চাষিদের রোবটিক্সের ক্ষেত্রেও প্রশিক্ষণ নিতে হবে৷ হাইনার কুলমান বলেন, ‘‘আজকের তুলনায় তাদের ডিজিটালাইজেশন, প্রযুক্তি ও গণিতের বিষয়ে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে৷ এই মুহূর্তে আমরা তার সূচনার কাজ করছি৷ তবে সেটা অবশ্যই বিশাল পরিবর্তন বটে৷’’

এমন মৌলিক পরিবর্তনের জন্য আরও সময় লাগবে৷ বিশেষজ্ঞদের মতে, ব্যাপক হারে খেতের উপর রোবটের প্রয়োগ শুরু হতে কমপক্ষে দশ বছর সময় লাগবে৷

জো সিগলার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান