1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটের গুরুত্ব বাড়াচ্ছে করোনা সংকট

২৯ এপ্রিল ২০২০

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট ভবিষ্যতে মানুষের স্থান দখল করে নিতে পারে – এমন শঙ্কা সিনেমার পর্দায় মাঝেমাঝেই দেখা যায়৷ তবে করোনা মহামারিতে বিষয়টি ভিন্নভাবে উঠে এসেছে৷ মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে রোবট৷

https://p.dw.com/p/3bYXm
ছবি: picture-alliance/dpa

করোনা মহামারি জার্মানির প্রায় সব শিল্পকারখানা জনশূণ্য করে ফেলেছে৷ আর এই কঠিন সময়ে প্যাট্রিক সোয়ার্জকফ্ ধন্যবাদ জানাতে চান হাজার হাজার মেশিনকে, যেগুলো অন্তত কিছু কারখানা সচল রেখেছে কিংবা করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার পর দ্রুতই আবার উৎপাদন শুরুতে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে৷

জার্মান অ্যাসোসিয়েশন অব মেশিন অ্যান্ড প্লান্ট ম্যানুফ্যাকচারার্স (ভিডিএমএ)-র রোবোটিকস অ্যান্ড অটোমেশন বিভাগের প্রধান মনে করেন, রোবটের একটি প্রাকৃতিক সুবিধা রয়েছে৷ আর তাহচ্ছে করোনা ভাইরাস মেশিনকে আক্রান্ত করতে পারে না৷

সোয়ার্জকফ্ অবশ্য এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, আরো বহুবছর শিল্পকারখানায় ‘মানুষ কর্মী অপরিহার্য' থাকবে৷

যদিও সাম্প্রতিক বছরগুলোতে অটোমেশন খাতে ব্যাপক উন্নতি হয়েছে, শিল্প রোবটগুলো এখনো কারখানায় মানুষের সহযোগীর ভূমিকা পালন করছে৷ অর্থাৎ, পুরোপুরি রোবটকেন্দ্রিক কারখানার বদলে কাজের ধরন এমনভাবে করা হচ্ছে যাতে রোবট এবং মানুষ সম্মিলিতভাবে কাজ করতে পারে৷

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিকস (আইএফআর)-এর সুসানে বিলার অবশ্য রোবটের ব্যবহার শীঘ্রই বাড়ার ব্যাপারে বেশ আশাবাদী৷ তিনি মনে করেন, করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা তোলার পর বেশি করে রোবট ব্যবহার করে দোকানপাটে মানুষ কর্মীর ব্যবহার কমিয়ে ফেলা সম্ভব৷ এতে সামাজিক দূরত্ব বজায় রাখা যেমন সহজ হবে, তেমনি মানুষের সঙ্গে মানুষের স্পর্শও কমানো যাবে৷ তিনি এমনকি প্রতি দ্বিতীয় কর্মক্ষেত্রে আপাতত একটি রোবট বসানোর সম্ভাবনা দেখছেন৷

করোনা মহামারির মতো পরিস্থিতিতে রোবট যে কতটা সহায়ক হতে পারে, তার আরেকটি নজির সৃষ্টি করেছে জার্মানির দু'টি কোম্পানি৷ তারা সম্মিলিতভাবে রোবট ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে একটি পুরোপুরি অটোমেটিক উৎপাদন প্রক্রিয়া গড়তে সক্ষম হয়েছেন৷ আর এ প্রক্রিয়া ব্যবহার করে জার্মানিতে দ্রুত ফেস মাস্কতৈরি সম্ভব হচ্ছে৷

তবে, শিল্পকারখানায় রোবটের ব্যবহার বাড়লে মানুষের চাহিদা কমবে বলে একটি ধারণা দীর্ঘদিন ধরেই রয়েছে৷ আর এতে অনেক মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ করোনা সংকটে অনেক মানুষ গৃহবন্দি থাকায় বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও করোনা পরবর্তী বিশ্বে রোবটের ব্যবহার বাড়ানোর বিরোধিতা আবারো গতি পেতে পারে৷

ডির্ক কাওফমান / এআই