1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত সুরক্ষা চুক্তি

২৩ অক্টোবর ২০১৩

অবশেষে সীমান্ত সুরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করল এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও চীন৷ এপ্রিলে দুদেশের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনার অবসান হলো এর মধ্য দিয়ে৷

https://p.dw.com/p/1A4p1
Chinese Premier Li Keqiang (2nd R) and India's Prime Minister Manmohan Singh (2nd L) attend a signing ceremony at the Great Hall of the People in Beijing October 23, 2013. REUTERS/Kyodo News/Peng Sun/Pool (CHINA - Tags: POLITICS)
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কোচিয়াংছবি: Reuters

বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কোচিয়াং-এর উপস্থিতিতে ভারত-চীন সীমান্ত সুরক্ষা চুক্তি সই হয়৷ দুদেশের সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করতে এটিকে একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে৷

১৯৬২ সালে এই দুই দেশ সীমান্ত যুদ্ধে অবতীর্ণ হয়েছিল৷ তারপর থেকে দু'দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনা প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি দুদেশের মধ্যে শান্তি, উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে৷ তবে চুক্তি বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি৷ আশা করা হচ্ছে এই চুক্তির ফলে দু'দেশের সীমান্তে উত্তেজনা নিরসন হবে৷

epa03371172 Indian Prime Minister Dr. Manmohan Singh addresses the media after he was shouted down by opposition politicians in the lower house of Parliament in New Delhi, India, 27 August 2012. The Prime minister denied allegations of wrongdoing, following a report that the country lost 33 billion dollars by allocating coal mine licences instead of auctioning them. Singh stated that any allegations of impropriety are without basis and unsupported by the facts. EPA/STR +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

মনমোহন সিং বলেন, চীন ও ভারত প্রাচীন দুই সভ্যতা৷ তাই সীমান্ত নিয়ে মতপার্থক্য দূর করতে দু'দেশের সরকারকে কাজ করতে হবে৷ ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে তা কোনো প্রভাব ফেলবে না৷

চার হাজার কিলোমিটারব্যাপী ভারত ও চীন সীমান্তে উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই চুক্তি৷ এপ্রিলে ভারতের সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে চীনা সেনাবাহিনী অনুপ্রবেশ করে বলে অভিযোগ রয়েছে ভারতের, যা অস্বীকার করেছে চীন৷ তবে তিন সপ্তাহের মধ্যে সীমান্ত থেকে দু'দেশের সেনারা সরে যাবার পর ঐ উত্তেজনার অবসান হয়৷

লি কোচিয়াং জানান, দু'দেশের সেনাবাহিনীকে দক্ষিণ পশ্চিম চীনে যৌথভাবে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দেয়া হবে, যাতে তারা একসাথে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে একে অপরকে সহযোগিতা করতে পারে৷ বুধবার সব মিলিয়ে দুদেশের মধ্যে নয়টি চুক্তি হয়েছে৷ এগুলোর মধ্যে নদীপথে বাণিজ্য সহযোগিতা বাড়ানো একটি৷

চীন ভারতের বৃহৎ বাণিজ্য অংশীদার, দুদেশের মধ্যে গত বছর বাণিজ্য হয়েছে ৬৭.৮৩ বিলিয়ন ইউরো, যা ২০০১-২০০২ অর্থবছরে ছিল মাত্র ২ বিলিয়ন ইউরো৷ এই চুক্তির ফলে ভারতে চীনা বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন ভারতের প্রধানমন্ত্রী৷

এপিবি/জেডএইচ (এএফপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য