1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে বিশেষ সেনা আইন প্রত্যাহারের দাবি

২৭ অক্টোবর ২০১১

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিছু এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ আইন প্রত্যাহার নিয়ে সেনা ও রাজ্যের ওমর আবদুল্লা সরকারের মধ্যে টানাপোড়েন তুঙ্গে৷ শরিক দল কংগ্রেস এই বিতর্কে নিজেকে জড়াতে চাইছে না৷

https://p.dw.com/p/130Ao
Jammu and Kashmir state Chief Minister Omar Abdullah looks on during Independence Day celebrations in Srinagar, India, Sunday, Aug. 15, 2010. (AP Photo/Mukhtar Khan)
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাছবি: AP

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজ্যের কিছু কিছু এলাকা থেকে বিতর্কিত সেনাবাহিনীর বিশেষ আইন তুলে নেবার জন্য কেন্দ্রের মনমোহন সিং সরকারের ওপর চাপ দিয়ে আসছে৷ জানা গেছে সেনা কর্তৃপক্ষ তাতে রাজি নয়৷ সেনাপ্রধান জেনারেল ভি.কে সিং-এর মন্তব্য, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচ্য৷ সেনা কর্তৃপক্ষ তাদের বক্তব্য জানিয়েছে স্বরাষ্ট্র বিভাগকে৷ এর বেশি কিছু বলতে চাইনা, জানান তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম আজ নতুনদিল্লিতে স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন৷

রাজ্যে শাসক দল ন্যাশনাল কনফারেন্সের শরিক দল কংগ্রেস এই বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখেছে৷ জম্মু-কাশ্মীরে কংগ্রেস সভাপতি সঈফুদ্দিন সোজ বলেছেন, ওমর আবদুল্লা এই ধরণের ঘোষণা দেবার আগে কংগ্রেসের সঙ্গে আলোচনা করেননি৷ সেনা তথা সংযুক্ত কমান্ডের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলা হয়নি৷ এমন কী প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আগেই এই ধরণের ঘোষণা দেয়াটা ভুল হয়েছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার৷ রাজ্যের ভূমিগত বাস্তবতা অনুকূল নয়৷ সন্ত্রাস এখনো চলছে৷ সেটা নির্মূল করার পরই কেবল তা তুলে নেবার কথা বলা যায়৷ নিজের ইচ্ছায় তা করা যায়না৷

Indian Army soldiers patrol a deserted street in Srinagar, India, Thursday, July 8, 2010. Indian-controlled Kashmir was under lockdown Thursday as tens of thousands of soldiers patrolled the streets to enforce a rigid curfew aimed at ending weeks of violence of anti-government protests. (AP Photo/Mukhtar Khan)
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা নিয়ে বিতর্ক চলছেছবি: AP

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য, আফস্পা ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে সেনা বাহিনীর বিভিন্ন স্তরে পরামর্শ করা হয়েছে এবং হচ্ছে৷ সংযুক্ত কমান্ডের সঙ্গেও আনুষ্ঠানিক আলোচনা হয়েছে৷ এই ইস্যুতে রাজ্যের সমন্বয় কমিটি যদি আলোচনা করতে চায়, তাহলে এই কমিটির প্রধান হিসেবে রাজ্য কংগ্রেস সভাপতি অধ্যাপক সঈফুদ্দিন সোজ বৈঠক ডাকতে পারেন৷ রাজ্য সরকার কী করেছে, কী করতে চায়, কেন করতে চায়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে৷ সেনাবাহিনীর বিশেষ আইন আফস্পায় সেনাকে নিরঙ্কুশ ক্ষমতা দেয়া হয়েছে৷ এই আইনে সেনা যে-কোন লোককে গ্রেপ্তার করতে পারে৷ আদালতে তা চ্যালেঞ্জ করা যাবেনা৷

অন্যদিকে ১৯৪৭-র ২৭শে অক্টোবর দিনটির স্মরণে জম্মু-কাশ্মীরে আজ হরতাল ডাকে বিচ্ছিন্নতাবাদীরা৷ পাকিস্তানের দিক থেকে উপজাতি বাহিনী হানা দিলে ঐদিন প্রথম ভারতীয় সেনা নামে কাশ্মীরে৷ তার আগে ঐ উপজাতি বাহিনীকে প্রতিহত করার উদ্দেশ্যে কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং কাশ্মীরের ভারতভুক্তি চুক্তিতে সই করেন৷ আজকের হরতালে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন৷ বন্ধ থাকে দোকানপাট, অফিস৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য