1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো এগিয়ে যাবে: মনমোহন

৬ সেপ্টেম্বর ২০১১

তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে চুক্তি অনিশ্চয়তার মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর দু' দিনের বাংলাদেশ সফর শুরু হয়েছে৷

https://p.dw.com/p/12Tp6
শেখ হাসিনার ভারত সফরের পর এবার মনমোহন সিং বাংলাদেশেছবি: UNI

পৌনে ১২ টার দিকে মনমোহন সিং ঢাকায় এসে পৌঁছান৷ বিমান বন্দরে মনমোহন সিং ও তার স্ত্রী গুরুশরন কাউরকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিমানবন্দরে তাকে ১৯ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানান হয়৷ মনমোহন সিংয়ের সফর সঙ্গীদের মধ্যে নেই ভারতের পানিসম্পদ মন্ত্রী পবন কুমার বানসালএবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৷

বিমানবন্দর থেকে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান৷

বিকেলে তিনি বৈঠক করেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ.এম.এ মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে৷এর পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকের পর চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা৷ ইতি মধ্যেই তিস্তার পানি বন্টন এবং ট্রানজিট চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷

কাল ভারতের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সিনেট হলে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেবেন৷এরপর তিনি বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে বৈঠক করবেন৷ ওইদিনই সন্ধ্যায় তাঁর ঢাকা ছাড়ার কথা৷

এদিনে মনমোহন সিং এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতার ক্ষেত্র এক অনন্য সাধারণ সময় অতিক্রম করছে৷ এই সম্পর্ক আরো এগিয়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য