বাংলাদেশ-ভারত
১৪ আগস্ট ২০১২ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এরশাদের এই সফর তাৎপর্যপূণ বলে মনে করছে কূটনৈতিক মহল৷ তিস্তা নদীর জল বণ্টন এবং টিপাইমুখ প্রকল্পের মতো বেশ কিছু ইস্যুর এখনও সমাধান হয়নি৷ তাই শেখ হাসিনার আওয়ামী লীগ জোট সরকারের শরিক দল হয়েও এরশাদের জাতীয় পার্টি এই দু'টি ইস্যুর আশু সমাধানের জন্য সোচ্চার হয়েছে৷
গত বছর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ঢাকা সফরে তাঁর কাছে এ বিষয়ে দাবিপত্র পেশ করেন এরশাদ৷ সে সময় প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দেন যে, জোট সরকারের বাধ্যবাধকতার কারণে তিস্তা চুক্তি সই হতে দেরি হচ্ছে৷ তবে এই চুক্তি বাস্তবায়িত হবেই৷
পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই এরশাদের সম্মানে গতকাল নৈশভোজ দেন৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে৷ এরপর হুসেইন মুহাম্মদ এরশাদ আজমের শরিফ দর্শনে যাবেন বলে খবর৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ