1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

১৪ আগস্ট ২০১২

বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ পাঁচ দিনের ভারত সফরে এ মুহূর্তে নতুন দিল্লিতে৷ আজ তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে৷

https://p.dw.com/p/15pKv
Bangladeshi Grand Alliance leader Sheikh Hasina (c) ex president HM Ershad (2L) wave to the supporters while another ex president AQM Badruddoza in (3R) during the grand rally organized by the Grand Alliance led by Awami League at Paltan, Dhaka on Wednesday 10 January 2007. Sheikh Hasina announced new blockade programs to pile pressure on the interim government to cancel the eletion on January 22 polls and pave the way for a proper election for all.EPA/ABIR ABDULLAH +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এরশাদের এই সফর তাৎপর্যপূণ বলে মনে করছে কূটনৈতিক মহল৷ তিস্তা নদীর জল বণ্টন এবং টিপাইমুখ প্রকল্পের মতো বেশ কিছু ইস্যুর এখনও সমাধান হয়নি৷ তাই শেখ হাসিনার আওয়ামী লীগ জোট সরকারের শরিক দল হয়েও এরশাদের জাতীয় পার্টি এই দু'টি ইস্যুর আশু সমাধানের জন্য সোচ্চার হয়েছে৷

গত বছর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ঢাকা সফরে তাঁর কাছে এ বিষয়ে দাবিপত্র পেশ করেন এরশাদ৷ সে সময় প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দেন যে, জোট সরকারের বাধ্যবাধকতার কারণে তিস্তা চুক্তি সই হতে দেরি হচ্ছে৷ তবে এই চুক্তি বাস্তবায়িত হবেই৷

পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই এরশাদের সম্মানে গতকাল নৈশভোজ দেন৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে৷ এরপর হুসেইন মুহাম্মদ এরশাদ আজমের শরিফ দর্শনে যাবেন বলে খবর৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য