1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম খরচে ক্যান্সারের ওষুধ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২ এপ্রিল ২০১৩

সুইস ওষুধ কোম্পানি নোভারটিসের তৈরি ক্যান্সার ওষুধের পেটেন্টের দাবি খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট৷ এই রায়ে ভারতে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সুদূরপ্রসারি প্রভাব পড়বে৷

https://p.dw.com/p/187lB
ছবি: AP

গরিব ও নিম্নবিত্ত রোগীরা এতে সবথেকে বেশি উপকৃত হবে৷ কারণ, এর ফলে খুব কম খরচে এই ওষুধ ভারতে তৈরি হবে৷

সুইস ওষুধ কোম্পানি নোভারটিস-এর ক্যান্সার নিরাময়ের ওষুধ গ্লিভেকের পেটেন্টের দাবি সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়ায় গরিব ও নিম্নবিত্ত রোগীরা উপকৃত হবেন সবথেকে বেশি৷ ভারতীয় ওষুধ কোম্পানিগুলি এবার ক্যান্সার নিরাময় ওষুধ খুব কম দামে বাজারে ছাড়তে পারবে৷ ভারতে নোভারটিসের তৈরি ক্যান্সার ওষুধ গ্লিভেকের এক মাসের খরচ যেখানে পড়ে ১.২০ লাখ টাকা, সেখানে ভারতে তৈরি হলে তার খরচ পড়বে ৮ থেকে ১০ হাজার টাকা৷

ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাই এই রায়কে বলেছে গরিব রোগীদের জন্য যুগান্তকারী৷ পেটেন্টের দাবি খারিজ হবার ফলে ভারতীয় কোম্পানি সিপলা, রানব্যাক্সি, ন্যাটকো গ্লিভেকের ভারতীয় সংস্করণ ইমাটিনিব তৈরি ও বিপণন করতে পারবে ভারতের বাজারে৷ গ্লিভেক লিউকোমিয়া, যকৃৎ ও অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে খুব কার্যকর৷

Pharmakonzern Novartis
সুইস কোম্পানি নোভারটিসের তৈরি ক্যান্সার ওষুধের পেটেন্টের দাবি খারিজ করে দিয়েছে ভারতছবি: picture alliance/AP Photo

ভারতে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে৷ ২০১০ সালের হিসেবে প্রায় ১০ লাখ মানুষের মধ্যে নতুন ক্যান্সার ধরা পড়েছে৷ এই রোগে ভারতে বছরে মারা যায় প্রায় ৬ লাখের মতো৷ তিনজনের মধ্যে দু'জনের রোগ ধরা পড়ে এমন পর্যায়ে যখন তাদের বাঁচার আশা থাকে না৷ এই প্রবণতা চলতে থাকলে ২০২০ নাগাদ বছরে মারা যাবে ২০ লাখের মতো৷

ভারতে মানুষের গড় আয়ু বাড়ছে৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তামাক সেবন, মদ্যপান এক কথায় ক্যান্সার রোগে লাইফস্টাইলের এক বড় ভূমিকা আছে৷ বিশ্বে ফুসফুসে ক্যান্সারের হার ১২ শতাংশ হলেও ভারতে তা ৬.৮ শতাংশ৷ কিন্তু ভারতে বহু মানুষের দোক্তা খাওয়ার অভ্যাস থাকায় মুখের ক্যান্সার বিশ্বের মধ্যে ভারতে সবথেকে বেশি৷ কলকাতার একদল গবেষক দেখেছেন, পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবাংলায় মহিলাদের মধ্যে জিনঘটিত কারণে স্তন ক্যান্সার বেশি৷

এই রায়ে বিদেশি ওষুধ কোম্পানিগুলি বড় রকম ধাক্কা খেল যারা ভারতে বিপণন বাড়াবার চেষ্টায় ছিল৷ এর আগে ফাইজার এবং রশের পেটেন্টের আবেদন নামঞ্জুর হয়েছিল৷

এবার ভারতের ওষুধ শিল্পে বহুজাতিক কোম্পানিগুলি বিনিয়োগ করতে চাইলে তার আগে বিদেশি বিনিয়োগ পর্ষদের অনুমোদন দরকার হবে৷ বলা বাহুল্য, বিদেশি অধিগ্রহণ ঠেকাতে এবং অত্যাবশ্যক ওষুধপত্র ন্যায্য দামে সহজলভ্য করতে এই সিদ্ধান্ত নেয়া হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য