1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে বার্সেলোনা

১৭ মে ২০১২

স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা ভারতে একটি ফুটবল স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া ভারতের অন্যান্য শহরেও এ'ধরণের স্কুল গড়ে তোলার পরিকল্পনা আছে তাদের৷

https://p.dw.com/p/14x4O
ছবি: picture-alliance/dpa

বিশ্বের সেরা ফুটবল ক্লাব বলে পরিচিত বার্সেলোনা সারা বিশ্বেই তাদের কোচিং নেটওয়ার্ক বিস্তার করার কথা ভাবছে৷ শুধু আগামী তিন বছরে দশ হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা তাদের, জানিয়েছেন ক্লাবের ট্রেনিং দপ্তর এফসিবিই স্কলা'র পরিচালক সেভি মার্সে৷

Fußball als Weg aus dem Elend
ভারতে ফুটবলের উন্নতির প্রচেষ্টা চলছেছবি: AP

নতুন দিল্লিতে বার্সেলোনার ফুটবল স্কুলটি হবে ভারে এ'ধরণের প্রথম স্কুল৷ এখানে ৬ থেকে ১৪ বছরের ৩০০ শিশুকে প্রশিক্ষণ দেওয়া হবে৷ চলতি বছরের শেষেই স্কুলটিতে প্রশিক্ষণ শুরু হতে পারবে৷ এরপর রয়েছে মুম্বই, ব্যাঙ্গালোর, কলকাতা, গোয়া, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে অনুরূপ স্কুল তৈরীর পরিকল্পনা৷

মার্সে জানান, ‘‘আমরা ছোটবেলা থেকেই খেলায় গভীরতা এবং গুণগত উৎকর্ষ এনে আগামী যুগের কোচ আর খেলোয়াড়দের গড়ে তোলার চেষ্টা করব৷'' গত ডিসেম্বরে বার্সেলোনা নতুন দিল্লিতে উঠতি ফুটবলারদের জন্য একটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করে৷ সেযাবৎ ‘বার্সা ইন্ডিয়া' প্রকল্প আরো অনেকদূর এগিয়েছে৷

ফিফা ব়্যাকিং-এ ক্রিকেট পাগল ভারত অনেক পিছিয়ে৷ ফুটবল ব়্যাংকিং-এ ভারতের জতীয় দলের অবস্থান ১৬৪৷ ফিফার সহায়তায় ভারতে ইতিমধ্যে চারটি ফুটবল এ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে চারটি ভিন্ন শহরে৷ সেগুলো হচ্ছে কোলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোর এবং নতুন দিল্লী৷ এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড নিয়মিত ক্যাম্পের আয়োজন করছে জুনিয়র ফুটবল টীমগুলোর জন্য৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (এএফপি, এপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য