ভারতে ভুয়া বার্তা ‘বন্ধ করবে' হোয়াটসঅ্যাপ
২২ আগস্ট ২০১৮হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে ভুয়া বার্তা ছড়িয়ে জনঅসন্তোষ তৈরি বন্ধে চেষ্টা করছে ভারত৷
মঙ্গলবার নয়া দিল্লিতে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস ড্যানিয়েলসের সঙ্গে বৈঠক হয় রবি শঙ্কর প্রসাদের৷ ওই বৈঠকে ভুয়া বার্তা ছড়ানো বন্ধে হোয়াটসঅ্যাপের নতুন ‘টুল' ডেভেলপের প্রতিশ্রুতি এসেছে বলে মন্ত্রী জানিয়েছেন৷
এ বছর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়া বক্তব্য ও বার্তা থেকে দেশের বিভিন্ন স্থানে দলবেঁধে হামলার ঘটনা ঘটে৷ বৈঠকে এ ধরনের অশুভ বার্তা-এর উৎস বের করার উপায় খুঁজতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে অনুরোধ করেন মন্ত্রী রবি শঙ্কর৷
মার্কিন টেক জায়ান্ট ভারতের এই সমস্যা মোকাবেলায় একজন কর্মকর্তাকে নিয়োজিত করতে সম্মত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘এ ধরনের মেসেজ চিহ্নিত করতে রকেট সায়েন্সের দরকার হয় না৷''
হোয়াটসঅ্যাপের অন্যতম বৃহৎ বাজার ভারত, দুই কোটির বেশি গ্রাহক রয়েছে তাদের৷ অন্য যে কোনো দেশের তুলনায় ভারতে ব্যবহারকারীরা বেশি মেসেজ, ছবি ও ভিডিও ফরোয়ার্ড করেন বলে প্রতিষ্ঠানটির ভাষ্য৷
২০১৯ সালে ভারতে জাতীয় নির্বাচন সামনে রেখে স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়ায় ভুয়া বার্তা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে শঙ্কা রয়েছে৷
গত জুলাইয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, মেসেজ ফরোয়ার্ডিং একসঙ্গে পাঁচ ব্যক্তি বা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে৷
এছাড়া মিডিয়া মেসেজের সামনে থাকা কুইক ফরোয়ার্ডিং সরিয়ে দেওয়ারও কথা বলে তারা৷
আইটিমন্ত্রী প্রসাদ বলেন, এই সমস্যা কাটিয়ে উঠতে কাজ করছে হোয়াটসঅ্যাপ এবং ভুয়া মেসেজ নিয়ে সচেতনতা তৈরিতে বড় ধরনের ক্যাম্পেইনের পরিকল্পনা করছে তারা৷
এএইচ/এসিবি (রয়টার্স)