ভারতে শিশুদের জন্য করোনা টিকা
১৩ অক্টোবর ২০২১করোনাকালে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ভারতে তৈরি হয়েছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি। বিজ্ঞানী, চিকিৎসকদের নিয়ে তৈরি সেই কমিটির কাছে রিপোর্ট পেশ করেছিল ভারতীয় টিকা তৈরির সংস্থা ভারত বায়োটেক। হায়দরাবাদের এই সংস্থা প্রথম ভারতীয় করোনা ভ্যাকসিন তৈরি করেছিল। যার নাম কোভ্যাকসিন। সেপ্টেম্বরে দেওয়া সেই রিপোর্টে শিশুদের উপর কোভ্যাকসিন প্রয়োগের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট পেশ করা হয়েছিল। তারই ভিত্তিতে সাবজেক্ট এক্সপার্ট কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়েছে।
২০২১ সালের গোড়ায় দুই থেকে ১৮ বছর বয়স্ক শিশু এবং কিশোরদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষা শুরু করেছিল ভারত বায়োটেক। সেপ্টেম্বরে তাদের পরীক্ষা সম্পূর্ণ হয়। ভারত বায়োটেক জানিয়েছিল, তাদের পরীক্ষা সফল হয়েছে। শিশুদের উপর করোনা টিকা প্রয়োগ করা সম্ভব। এরপর অনুমোদনের জন্য সাবজেক্ট এক্সপার্ট কমিটি এবং এই সংক্রান্ত অন্য কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে রিপোর্ট পেশ করা হয়।
সাবজেক্ট এক্সপার্ট কমিটি জানিয়েছে, ভারত বায়োটেকের পরীক্ষা আশাপ্রদ। সে কারণে তারা দুই থেকে ১৮ বছরের শিশুদের উপর এই টিকা প্রয়োগ করার অনুমতি দিচ্ছে। কিন্তু কেবলমাত্র জরুরি প্রয়োজনেই এই টিকা দেওয়া হবে। সকলকে দেওয়া হবে না। এ বিষয়ে আরো পরীক্ষার পরেই সকলকে টিকা দেওয়ার অনুমতি দেওয়া হবে।
বিশ্বে এই প্রথম দুই বছরের শিশুকেও করোনা টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হলো। ভারত বায়োটেক জানিয়েছে, তারা ডাব্লিউএইচও-কেও তাদের পরীক্ষার রিপোর্ট পাঠিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এখনো অনুমোদন আসেনি।
এসজি/জিএইচ (পিটিআই)