ভারতের জয়যাত্রা কি রুখতে পারবে বাংলাদেশ?
৭ ফেব্রুয়ারি ২০১৭বাংলাদেশে দলে থাকছেন না ইমরুল কায়েস৷ দল তাঁকে ভারত অবধি নিলেও ইনজুরি পিছু ছাড়েনি৷ অন্যদিকে, গেলবার ভারতে গিয়ে আইপিএল-এ ঝড় তোলা পেসার মোস্তাফিজুর রহমান আগে থেকেই দলে নেই৷ তাঁকে ভারত বাদ দিয়ে শ্রীলঙ্কার জন্য প্রস্তুত করছেন কোচ! দলের এই দশাতেও অবশ্য মনোবলে চিড় ধরেনি অধিনায়কের৷ ভারতের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টিতে জেতার এক ইঞ্চি দূরে থেকে অতি আত্মবিশ্বাসে আউট হয়ে যাওয়া মুশফিক মনে করেন, ভারতের মাঠে ভারতের বিপক্ষে শক্তি দেখানোর এটাই সুযোগ৷
ভারতের বিপক্ষে তাদের মাঠে জেতা মুশফিকের যে এক বড় স্বপ্ন তা অবশ্য বোঝা গিয়েছিল সেবারই৷ নিজের দল না পারলেও ওয়েস্ট ইন্ডিজ প্রতিবেশীকে হারানোয় ফেসবুকে অতিআবেগি পোস্ট দিয়ে মাফ চাইতে হয়েছিল তাঁকে৷ এবার অবশ্য একমাত্র টেস্ট নিয়ে সংবাদ সম্মেলনে বাড়াবাড়ি উচ্ছ্বাস কিছু দেখাননি৷ বরং সাংবাদিকদের জানিয়েছেন, এই টেস্টকে তিনি ঐতিহাসিক কিছু মনে করছেন না৷ তাঁর কাছে এটা অন্যান্য টেস্টের মতোই আরেকটি টেস্ট!
মুশফিক যা-ই বলুন, ইতিহাস বলছে, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার সতের বছর পর এই প্রথম ভারতের মাটিতে একটি টেস্ট খেলার সুযোগ পেলো৷ ইতোমধ্যে অবশ্য আটটি টেস্ট খেলেছে দু'দল৷ তার মধ্যে ছয়টিতে জিতেছে ভারত, দুটো হয়েছে ড্র৷ মোটের উপর ইংল্যান্ডকে নিজেদের মাটিতে তুলোধুনো করে সাফল্যের চূড়ায় এখন ভারত৷ তারা চায় টেস্টে নিজেদের সেরা আসনে পোক্ত করতে৷
আর বাংলাদেশ নিজেদের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে আত্মবিশ্বাসী হলেও নিউজিল্যান্ডে খুইয়ে এসেছে সবকিছু৷ এখন প্রতিবেশির পরিচিত কন্ডিশনে ভাগ্য বদলাবে কিনা বলা মুশকিল৷ তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা৷ কিছুই বলা যায় না৷
টাইগাররা কী পারবে প্রতিবেশীদের হারাতে? লিখুন মন্তব্যে৷