ভারতের নির্বাচন
৭ মার্চ ২০১৪বাংলাদেশের রাজনৈতিক দলগুলো – বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারতের নির্বাচনকে৷ নির্বাচনকে ঘিরে জরিপ, সেখানকার রাজনৈতিক নেতাদের নির্বাচনী বক্তব্য – সব কিছুরই বিশ্লেষণ করছেন তাঁরা৷ বিশেষ করে বিএনপি ভারতের আগামী নির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে৷ বিএনপির নীতি নির্ধারকরা বাংলাদেশের গত নির্বাচনে ভারতের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেনি৷ তাঁরা মনে করেন, কংগ্রেসের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাষ্ট্রের বাইরেও ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক আছে৷ তাই বিএনপি কংগ্রেসকে তাদের জন্য সুবিধাজনক মনে করে না৷ বিজেপি বিএনপির জন্য ভাল হবে কিনা, তার চেয়ে বড় কথা হল বিজেপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের নতুন সুযোগ সৃষ্টি হবে – এমনই মনে করেন বিএনপি নেতারা৷ আর আওয়ামী লীগ নেতারা মনে করেন, কংগ্রেস ক্ষমতার বাইরে চলে গেলে তাঁরা অগ্রাধিকারের সুবিধা হারাতে পারেন৷
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখনো নিশ্চিত নয় যে বিজেপি এককভাবে ক্ষমতায় আসবে৷ আর কংগ্রেসের সমর্থনে তৃতীয় শক্তি ক্ষমতায় এলেও অবাক হওয়ার কিছু থাকবেনা৷ তবে নরেন্দ্র মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কে গুণগত কোনো পরিবর্তন না এলেও রাজনৈতিক ভাষার পরিবর্তন হবে৷ বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে বিজেপির বক্তব্য এবং আন্তঃনদী সংযোগ বাস্তবায়নে প্রতিশ্রুতি এরই মধ্যে বাংলাদেশে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে৷ আর তা কার্যকর হলে তা নতুন এক পরিস্থিতির সৃষ্টি করবে৷ বিজেপি ক্ষমতায় এলে বিএনপি দুই দিক থেকে সুবিধা পেতে পারে৷ প্রথমত, তারা বলবে ভারতে ডানপন্থীরা ক্ষমতায় এলে বাংলাদেশে কেন পারবেনা? আর যদি বিজেপি তার ভাষার বাস্তবায়ন করে, তাহলে তারও সুবিধা নেবে বিএনপি৷ আওয়ামী লীগ রাজনৈতিক দিক দিয়ে কংগ্রেসের যত কাছে, বিজেপি-র তত দূরে৷ তাই বিজেপি ক্ষমতায় এলে দূরত্বের সংকট তৈরি হতে পারে আওয়ামী লীগের সঙ্গে৷''
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, ‘‘ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে৷ ভারতে কোন দল ক্ষমতায় এলো, তাতে এই সম্পর্কের কোনো হেরফের হবে বলে মনে হয়না৷ আরেকটি দিক হল অর্থনৈতিক৷ তাতেও নীতি একই থাকবে৷ তবে বিজেপি ক্ষমতায় এলে কিছু বিষয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ আর সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল৷ বাংলাদেশে ডান এবং মৌলবাদী রাজনীতি চাঙ্গা হতে পারে৷''