ভারতের বিক্ষোভে কমপক্ষে ১৬ জনের মৃত্যু
২১ ডিসেম্বর ২০১৯ভারতের উত্তর প্রদেশে শনিবার বিক্ষোভে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ৷ শুক্রবার থেকে এ পর্যন্ত রাজ্যটিতে নয়জন মারা গেছেন৷ উত্তর প্রদেশের প্রধান পুলিশ কর্মকর্তা ও পি সিং জার্মান বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, সব মিলিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে দেশজুড়ে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি৷
এদিকে বার্তা সংস্থা এপি মোট ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে৷ আর এএফপি বলছে, শনিবার পর্যন্ত ২০ জন মারা গেছেন৷ উত্তর প্রদেশে শুক্রবারের সহিংসতায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তারা, যার মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে৷ জেলা পুলিশ প্রধান এএফপিকে জানিয়েছেন সেখানকার শহর বারানসিতে শিশুসহ প্রায় আড়াই হাজার মানুষ একটি মিছিল বের করে৷ পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে৷ এসময় পদদলিত হয়ে শিশুটির মৃত্যু ঘটে বলে দাবি করেন তিনি৷
এদিকে উত্তর প্রদেশ ছাড়াও শনিবার বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে কলকাতা, চেন্নাই, পাটনা, কোচিসহ বিভিন্ন জেলায়৷
প্রতিবাদ অব্যাহত আছে আসামেও৷ কয়েকশো মানুষ বিক্ষোভ করেছেন রাজধানী গৌহাটিতে৷ ১০ দিন বন্ধ রাখার পর সেখানে ইন্টারনেট খুলে দেয়া হয়েছে৷
এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজধানী নতুন দিল্লিতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে৷ সেখান থেকে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে আটজনের বয়স ছিল ১৮ বছরের নীচে৷
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে শুক্রবার গণমাধ্যমগুলোর কাছে একটি নির্দেশনা পাঠানো হয়৷ তাতে সম্প্রচার মাধ্যমগুলোকে সহিংসতা উস্কে দিতে পারে এমন কিছু প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে৷
মাহাথির মোহাম্মদের নিন্দা
কুয়ালালামপুরে ইসলামিক সম্মেলনের সমাপনী বক্তব্যে ভারতের নতুন নাগরিকত্ব আইনের সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ৷ ভারতকে অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে দেশটিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিবেচনা করা হয় এমন কিছু না করার আহবান জানান তিনি৷ বলেন, কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে নাগরিকত্বের বাইরে রাখারে বিষয়টি অন্যায্য৷
এফএস/জেডএ (ডিপিএ, এপি, এএফপি)