‘ভারতের মুসলিমদেরও নিজেদের সমালোচনা করা উচিত’
২১ জুন ২০২০সম্প্রতি জাভেদ আখতার রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড পেয়েছেন৷ এ পুরস্কার জেতা তিনিই প্রথম ভারতীয়৷ রাজনীতি, ধর্ম ও সমাজ জীবন নিয়ে তার বিশ্লেষণের জন্য এ পুরস্কারটি দেয়া হয়৷ ৭৫ বয়সি এই ভারতীয় প্রখ্যাত গীতিকার যেমন ভারতে মুসলিমবিদ্বেষের জন্য হিন্দু ডানপন্থিদের সমালোচনা করেন, তেমনি মুসলিমদের অতি রক্ষণশীলতার বিরোধিতাও করেন৷
ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘মোটা দাগে এটা (ভারত) অত্যন্ত রক্ষণশীল সমাজ৷ কোনো কিছু বিশ্বাস না করা খুবই ভয়ংকর৷ এ দেশে অনেক গোপন নাস্তিক ও যুক্তিবাদী মানুষ আছেন, যারা মনে করেন সন্মুখে আসলে প্রচণ্ড সমালোচনার মুখে পড়বেন৷''
নরেন্দ্র মোদীর সরকারের আমলে মুক্তচিন্তা আরো সংকুচিত হচ্ছে বলে মনে করেন জাভেদ আখতার৷ তিনি বলেন, ‘‘যাদের হুমকি বলে ভাবা হয়, তাদের জেলে পুরে দেয়া হয়৷ যেমন সুধা ভারদওয়াজ (মানবাধিকার কর্মী) কেন জেলে বলুন?''
প্রধানমন্ত্রীর সমালোচনাকারীকে দেশবিরোধী বলে মনে করা হয়৷ অথচ প্রধানমন্ত্রী ও দেশ দু'টো ভিন্ন বিষয় বলে মন্তব্য করেন এই গীতিকার৷ নরেন্দ্র মোদীর আমলে হিন্দু-মুসলিম সংঘাত বেড়েছে বলে মনে করেন তিনি৷ ‘‘তবে (মুসলিমদের ওপর) চাপ আগে থেকেই ছিল৷ এর জন্য শুধু একটি রাজনৈতিক সংগঠন বা দলকে দায়ী করা ঠিক হবে না৷ এর দায়দায়িত্ব অনেকের৷ এমনকি মুসলিম সমাজের কথিত কয়েকজন নেতাও এর জন্য দায়ী,'' বলেন জাভেদ৷ ‘‘আমরা আগে অন্যকে সমালোচনা করার আগে, নিজেদেরও সমালোচনা করতে হবে৷''
ভারতে রাজনৈতিক পরিসরে অসাম্প্রদায়িকতার অর্থ বিকৃত করা হচ্ছে বলে মনে করেন সাবেক এই সাংসদ৷ ‘‘অনেক রাজনৈতিক সংগঠন মৌলবাদকে মেনে নিয়ে বলছেন তারা অসাম্প্রদায়িক,'' বলেন জাভেদ আখতার৷
সাক্ষাৎকার নিয়েছেন মুরালি কৃষ্ণান
২০১৭ সালের ছবিঘরটি দেখুন