রেল বাজেট পেশ
২৬ ফেব্রুয়ারি ২০১৩গত ১৭ বছরে এই প্রথম রেল বাজেট পেশ করলেন কংগ্রেস রেলমন্ত্রী পবন বনশাল৷ বাজেটে যাত্রীভাড়া সরাসরি বাড়ানো না হলেও বাড়ানো হয়েছে ঘুর পথে৷ রেলমন্ত্রীর কথায়, সারচার্জ বাড়ানো হয়েছে সুপারফাস্ট ট্রেন, আসন রিজার্ভেশন, ক্যান্সেলেশন এবং তৎকাল টিকেটের ওপর৷ বাড়ানো হয়েছে ডিজেল পরিবহন খরচ৷ জোর দেয়া হয়েছে যাত্রী নিরাপত্তার ওপর বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য রেল সুরক্ষা বাহিনীতে বাড়ানো হবে মহিলা নিরাপত্তা কর্মীদের সংখ্যা৷
গোটা দেশে ৯৪টি নতুন ট্রেন চালু হবে তারমধ্যে সাতটি পশ্চিমবঙ্গে৷ কোলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ ত্বরান্বিত করা হবে৷ বিজেপি মনে করে এই বাজেটে সব রাজ্যকে সমান সুবিধা দেয়া হয়নি৷ এটা ভেদাভেদপূর্ণ বাজেট৷ এই বাজেট কংগ্রেস মুখী৷ সোনিয়া গান্ধীর নির্বাচনি কেন্দ্র আমেথির জন্য রেলের বিশেষ সুবিধা দেয়া যায় কিন্তু দেয়া যায়না বুন্দেলখন্ড ও পূর্বাচলের মত উত্তরপ্রদেশের সেইসব এলাকাকে যেখানকার আর্থিক উন্নতির জন্য রেল পরিকাঠামো গড়ে তোলা জরুরি৷
রেলবাজেটে অখুশি সমাজবাদী পার্টি ও মায়াবতির বহুজন সমাজ পার্টি৷ মায়াবতির মতে, রেল এমন একটা বিভাগ, ঠিকমত চালাতে পারলে মুনাফা করা যায়৷ যে ধরণের বাজেট পেশ করা হলো, তাতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের লাভ বেশি হবেনা৷ মুলায়েমের মতে, যত রেল বাজেট দেখেছি এমন জনবিরোধী রেল বাজেট আগে দেখিনি৷ ডিজেলের পরিবহণ খরচ বাড়ায় মুদ্রাস্ফীতি বাড়বে৷
প্রধানমন্ত্রী এই রেল বাজেটকে বলেছেন সংস্কারমুখী৷ রেলের আর্থিক পরিস্থিতির সঠিক মূল্যায়ন৷ অর্থমন্ত্রী পি. চিদাম্বরম বলেন, রেলবাজেট বাস্তবসম্মত বলে রূপায়নযোগ্য৷ অনেক বছর পর রেলের প্রকৃত আর্থিক চিত্রটা তুলে ধরা হয়৷ রেলের আর্থিক সঙ্গতির মধ্যে নতুন ট্রেন, নতুন লাইন চালু করার কথা রয়েছে৷