1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেল বাজেট পেশ

অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি২৬ ফেব্রুয়ারি ২০১৩

মঙ্গলবার ভারতের সংসদে ২০১৩-১৪ সালের রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী পবন বনশাল৷ ভাড়া বাড়েনি৷ জোর দেয়া হয় রেল নিরাপত্তার ওপর৷ পশ্চিমবঙ্গের জন্য সাতটি নতুন ট্রেনের কথা ঘোষণা করা হয়৷

https://p.dw.com/p/17m0S
A local train moves on an elevated track over a slum area in Mumbai, India, Thursday , March 15, 2012. Indian Railways Minister Dinesh Trivedi announced the first railway fare hike in eight years Wednesday, only to be shot down moments later by Congress party leader Mamata Banerjee, a populist politician who said she would not allow any fare hike in the 600 billion rupee ($12 billion) rail budget. (AP Photo/ Rajanish Kakade)
ছবি: dapd

গত ১৭ বছরে এই প্রথম রেল বাজেট পেশ করলেন কংগ্রেস রেলমন্ত্রী পবন বনশাল৷ বাজেটে যাত্রীভাড়া সরাসরি বাড়ানো না হলেও বাড়ানো হয়েছে ঘুর পথে৷ রেলমন্ত্রীর কথায়, সারচার্জ বাড়ানো হয়েছে সুপারফাস্ট ট্রেন, আসন রিজার্ভেশন, ক্যান্সেলেশন এবং তৎকাল টিকেটের ওপর৷ বাড়ানো হয়েছে ডিজেল পরিবহন খরচ৷ জোর দেয়া হয়েছে যাত্রী নিরাপত্তার ওপর বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য রেল সুরক্ষা বাহিনীতে বাড়ানো হবে মহিলা নিরাপত্তা কর্মীদের সংখ্যা৷

Indische Eisenbahn Bahnsteig
রেল বাজেটে যাত্রীভাড়া সরাসরি বাড়ানো না হলেও বাড়ানো হয়েছে ঘুর পথে (ফাইল ফটো)ছবি: AP

গোটা দেশে ৯৪টি নতুন ট্রেন চালু হবে তারমধ্যে সাতটি পশ্চিমবঙ্গে৷ কোলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ ত্বরান্বিত করা হবে৷ বিজেপি মনে করে এই বাজেটে সব রাজ্যকে সমান সুবিধা দেয়া হয়নি৷ এটা ভেদাভেদপূর্ণ বাজেট৷ এই বাজেট কংগ্রেস মুখী৷ সোনিয়া গান্ধীর নির্বাচনি কেন্দ্র আমেথির জন্য রেলের বিশেষ সুবিধা দেয়া যায় কিন্তু দেয়া যায়না বুন্দেলখন্ড ও পূর্বাচলের মত উত্তরপ্রদেশের সেইসব এলাকাকে যেখানকার আর্থিক উন্নতির জন্য রেল পরিকাঠামো গড়ে তোলা জরুরি৷

রেলবাজেটে অখুশি সমাজবাদী পার্টি ও মায়াবতির বহুজন সমাজ পার্টি৷ মায়াবতির মতে, রেল এমন একটা বিভাগ, ঠিকমত চালাতে পারলে মুনাফা করা যায়৷ যে ধরণের বাজেট পেশ করা হলো, তাতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের লাভ বেশি হবেনা৷ মুলায়েমের মতে, যত রেল বাজেট দেখেছি এমন জনবিরোধী রেল বাজেট আগে দেখিনি৷ ডিজেলের পরিবহণ খরচ বাড়ায় মুদ্রাস্ফীতি বাড়বে৷

প্রধানমন্ত্রী এই রেল বাজেটকে বলেছেন সংস্কারমুখী৷ রেলের আর্থিক পরিস্থিতির সঠিক মূল্যায়ন৷ অর্থমন্ত্রী পি. চিদাম্বরম বলেন, রেলবাজেট বাস্তবসম্মত বলে রূপায়নযোগ্য৷ অনেক বছর পর রেলের প্রকৃত আর্থিক চিত্রটা তুলে ধরা হয়৷ রেলের আর্থিক সঙ্গতির মধ্যে নতুন ট্রেন, নতুন লাইন চালু করার কথা রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য