‘‘ভাষা, কখনো কখনো ভয়…কালো ভয়!''
১৯ ফেব্রুয়ারি ২০১৯বিজ্ঞাপন
মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন৷ কিন্তু এর বার্তা ভীষণ শক্তিশালী৷ ছোট্ট এক শিশু বলছে ভাষাকে সে কীভাবে দেখে৷ বলা, না বলা, ভালো লাগা, না লাগা, কষ্ট, বেদনা, ঘৃণা, ভালোবাসা সব প্রকাশের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে৷ শিশুটি বলছে, ভাষা তার কাছে ছবির মতো৷ এরপর নানা ঘটনার মধ্য দিয়ে দেখানো হয়েছে, কোন ভাষা দিয়ে সে কী ধরণের ছবি আঁকে৷ সেখানে উঠে এসেছে অপমানজনক কথা, ঘৃণার কথা, বাজে কথা, অসম্মানজনক কথা৷ কোনটাকে সে ভালো ছবি বলেছে, কোনটা বলেছে ভয়ের কথা৷ বাকিটা জানতে দেখুন ভিডিওটি৷
এই ভিডিওটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করেছে ১৭ ফেব্রুয়ারি৷ এরই মধ্যে এটি দেখা হয়েছে প্রায় ৫ লাখ বার৷ শেয়ার হয়েছে ৮ হাজার ৮০০ বার৷
অনেকেই মন্তব্যে লিখেছেন, ‘‘সাধারণ মানুষের বলতে না পারা মনের ভাষা৷ দোয়া করি সব সময় আপনারা এ ভাবে আমাদের ভুলগুলো তুলে ধরবেন৷''
এপিবি/জেডএইচ