1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের পিটুনি

২৫ জুলাই ২০১৬

‘নো পার্কিং' এলাকায় পার্ক করায় এক গাড়িচালকের ওপর চড়াও হয় ট্রাফিক পুলিশ৷ চড়-থাপ্পড় দিতে দিতে এক পর্যায়ে সে চালকটিকে মাটিতে ফেলে বুট দিয়ে চেপে ধরে৷ বলা বাহুল্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ঘটনা তোলে তীব্র নিন্দার ঝড়৷

https://p.dw.com/p/1JVWL
ঢাকায় যানজট
ছবি: picture-alliance/dpa/A. Abdullah

ভুল জায়গায় গাড়ি পার্ক করার জন্য গাড়িচালকের ওপর ট্রাফিক পুলিশের নির্মম শারীরিক আক্রমণের এই ভিডিওটি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই হৈ হৈ লেগে যায়৷ শনিবার রাতে প্রকাশিত ঐ ভিডিওতে ঢাকার ধানমন্ডি এলাকার একটি রেস্টুরেন্টের সামনে একজন ট্রাফিক কর্মকর্তাকে এক গাড়িচালককে মারতে দেখা যায়৷ চড়-থাপ্পড় দিতে দিতে একটা পর্যায়ে তাঁকে ধরাশায়ী করে বুট দিয়ে চেপে ধরে সার্জেন্ট৷ পরে অবশ্য চারপাশ থেকে এগিয়ে আসা মানুষের হস্তক্ষেপে চালককে উদ্ধার করা হয়৷

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউসুফ ফরাজী নামে সেই চালককে এরপর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাঁর গাড়িটিকেও রেকারিং করে নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়ে গাড়ির মালিক থানায় এলে রেকারিং-এর ফি হিসেবে সেই পুলিশ সার্জেন্টের ঘড়ি, চশমা ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলে গাড়িচালকের কাছ থেকে ১০ হাজার টাকার মুচলেকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেয়া হয়৷

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে তুমুল সমালোচনা৷ জানা যায়, ট্রাফিক পুলিশটি সিল একজন শিক্ষানবিশ সার্জেন্ট৷ পরে ঢাকা দক্ষিণ ট্রাফিক জোনের পক্ষ থেকে মেহেদী হাসান নামের সেই সার্জেন্টকে বরখাস্ত করা হয়

পুলিশ কর্মকর্তারা আশঙ্কা, এমনিতেই পুলিশের প্রতি মানুষের ভালো ধারণা নেই৷ তাই এমন একটা ঘটনা ঘটায় এবং তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায়, পুলিশের প্রতি জনগণের বিরূপ মনোভাব আরো বাড়বে৷

এফএফ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য