1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া খবরের বিরুদ্ধে আইন হবে, বললেন মাক্রোঁ

৪ জানুয়ারি ২০১৮

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ প্রেসিডেন্ট হিসেবে দেয়া তাঁর নববর্ষের প্রথম ভাষণে বলেছেন, অনলাইনে ভুয়া খবর রোধে নতুন আইন করা হবে৷ শুধু নির্বাচনের সময় সেই আইন কার্যকর থাকবে৷

https://p.dw.com/p/2qKMj
Paris Rede Macron an Pressevertreter
ছবি: Reuters/L. Marin

‘‘ভুয়া খবর থেকে গণতন্ত্রকে বাঁচাতে আমাদের আইনি ব্যবস্থা গড়ে তুলতে হবে,'' বলেন মাক্রোঁ৷ ৪০ বছর বয়সি ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা যদি উদার গণতন্ত্রকে বাঁচাতে চাই, তাহলে আমাদের অবশ্যই কঠোর আইন থাকতে হবে৷''

এমন আইন তৈরির সময় গণমাধ্যমের সঙ্গে আলোচনা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি৷ শুধু নির্বাচনের আগে এই আইন প্রয়োগ করা হবে বলে এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেন মাক্রোঁ৷

App Russia Today Logo
ছবি: picture alliance/NurPhoto/J. Arriens

নতুন আইনের কারণে বিচারকরা ভুয়া অনলাইন তথ্যের ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবেন৷ এক্ষেত্রে তাঁরা সংশ্লিষ্ট তথ্য ও অ্যাকাউন্ট মুছে দেয়া, মূল ওয়েবসাইটে প্রবেশ বন্ধ করা ইত্যাদি ব্যবস্থা নিতে পারবেন৷

এছাড়া প্রচারমাধ্যম নিয়ন্ত্রণকারী সংস্থার ক্ষমতাও বাড়ানো হবে, যেন তারা বিদেশি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত কিংবা পরিচালিত টেলিভিশন চ্যানেলের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে৷

উল্লেখ্য, গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভুল তথ্য প্রচারের জন্য রাশিয়ার গণমাধ্যমের কঠোর সমালোচনা করেছিলেন মাক্রোঁ৷ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে এক যৌথ সম্মেলনে মাক্রোঁ বলেছিলেন, রুশ গণমাধ্যম আরটি ও স্পুটনিক ‘মানহানিকর অসত্য' এবং ‘প্রতারণাপূর্ণ প্রোপাগান্ডা' প্রচার করেছিল৷

গত বছরের অক্টোবরে জার্মান সংসদে ভুয়া খবর নিয়ন্ত্রণে একটি আইন পাস হয়৷ ফলে ভুল ও ঘৃণাপূর্ণ তথ্য তাড়াতাড়ি মুছে ফেলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত জরিমানা করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য