রোহিঙ্গাদের ভুয়া ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধের আহ্বান
১১ জুন ২০১৫নির্যাতন, অত্যাচারের মুখে অনেক রোহিঙ্গা মুসলমানই মিয়ানমার ছাড়তে বাধ্য হয়েছেন৷ অভিবাসন প্রত্যাশী হয়েও পাচ্ছেন না শান্তির ঠিকানা৷ তবে তাদের পাশে না দাঁড়িয়ে ইতিমধ্যে তাঁদের নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমে পড়েছে একটি মহল৷ রোহিঙ্গা নির্যাতনের অনেক ভুয়া ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় উসকানি দেয়ার জন্যই এমনটি করা হচ্ছে৷
এ নিয়ে লেখালেখি হচ্ছে প্রচুর৷ ব্লগাররা ভুয়া ছবির সঙ্গে আসল ছবি জুড়ে দিয়ে এসবের পেছনে যে সাম্প্রদায়িক শক্তির হাত আছে সে বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন৷ বিডিনিউজ ব্লগে এনামুল হকের লেখার শিরোনাম, ‘‘রোহিঙ্গা মুসলমান গণহত্যার ভুয়া ছবি: রুখে দেই চক্রান্তকারীদের, রামুর পুনরাবৃত্তি চাই না৷''
মূল প্রসঙ্গটি সবাইকে বোঝাতে এনামুল হক লিখেছেন, ‘‘বার্মায় মুসলমানদের গণহত্যার নামে শত শত ভুয়া ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷ ছবিগুলোর অধিকাংশই শ্রীলঙ্কার তামিল হত্যাকাণ্ড, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা বা অন্যান্য অঞ্চলের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কিংবা দুর্ঘটনা থেকে নেয়া৷ লাশ পুড়ানোর কিছু ভিডিও শেয়ারিং হচ্ছে যা তিব্বতীয় বৌদ্ধ ধর্মগুরুদের, চীন ভূমিকম্পের সময়কার, যেখানে তাঁরা সাহায্য করছিলেন৷ তাছাড়া ফটোশপ-এ এডিটিং করা ছবি তো আছেই৷ আর হ্যাঁ, রোহিঙ্গাদের বিরুদ্ধে বক্তব্যরত বৌদ্ধ ধর্মগুরুদের যে ভিডিওটি অনলাইনে প্রচারিত হচ্ছে তাও এডিট করা, এবং ২০১৩ সালের৷''
মালয়েশিয়াতেও চলছে একই ধরণের অপতৎপরতা৷ এ বিষয়ে সবাইকে সচেতন করছে সেখানকার সংবাদমাধ্যম৷
বাংলাদেশে সাম্প্রদায়িক মৌলবাদীদের অপতৎপরতার বিষয়টিও তুলে ধরছে সংবাদ মাধ্যম৷ আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টিকে তুলে ধরেছে বিবিসির একটি প্রতিবেদন৷
দেশের সংবাদমাধ্যমও বসে নেই৷ বিভিন্ন দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালে একটি বিশেষ মহলের মানুষে মানুষে সংঘাত সৃষ্টির অপচেষ্টার চিত্র যথাযথভাবে তুলে ধরা হচ্ছে৷
রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারে যে অবর্ণনীয় অত্যাচার হয়েছে এবং এখনো হয় তা সবারই জানা৷ বিশ্বের কোনো মানবতাবাদী মানুষই এমন অত্যাচার-নির্যাতন সমর্থন করেনা৷ প্রতিবাদও কম হয়নি সারা বিশ্বে৷ তাই বলে ভুয়া ছবি এবং তথ্য প্রচার করতে হবে কেন?
বিবিসি অবশ্য রোহিঙ্গা মুসলমানদের নিয়ে ভুয়া ছবি এবং তথ্য প্রকাশের খবরের পাশাপাশি আরেকটি প্রতিবেদনও প্রকাশ করেছে৷ প্রতিবেদনটির শিরোনাম, ‘রোহিঙ্গা মুসলমানদের কি কেউ রক্ষা করতে পারবে?'
রোহিঙ্গা মুসলমানদের সম্পর্কে এই প্রশ্নটি আসলে এখন সবার মনেই উঁকি দিচ্ছে৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ