ভেজাল ধরতে ‘চপস্টিক্স'
৫ সেপ্টেম্বর ২০১৪আইডিয়াটা এসেছিল নিছক ঠাট্টা হিসেবে৷ ১লা এপ্রিল ‘এপ্রিল ফুলস ডে' উপলক্ষ্যে৷ সে দিন চীনের ইন্টারনেট কোম্পানি বাইডু ‘স্মার্ট চপস্টিক্স' নিয়ে একটি কাল্পনিক ভিডিও প্রকাশ করেছিল৷ উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের বোকা বানানো৷ কিন্তু বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে যায়৷ তখন বাইডু কোম্পানিরই উপলব্ধি হয়েছিল, যে বাজারে এমন এক ‘টেস্টার' আনলে মন্দ হয় না৷
চীনে ভেজাল ও নিম্ন মানের খাদ্য কেলেঙ্কারি লেগেই রয়েছে৷ একই তেল দিয়ে বার বার রান্না করা, ভেজাল মাছ-মাংস ও বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করার মতো ঘটনার অভাব নেই৷ এমন খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বার বার৷ অতএব খাবারের মান পরীক্ষার সহজ উপায়ের চাহিদা যে রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই৷
বৃহস্পতিবার কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্মার্ট চপস্টিক্স'-এর এক প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে৷ অতএব খাবারের গুণাগুণ ও নিরাপত্তা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না৷ কারণ হাইটেক এই চপস্টিক তাপমাত্রা, অ্যাসিডিটি ও ‘টোটাল পোলার মেটিরিয়ালস' বা টিপিএম পরীক্ষা করতে পারবে৷ অর্থাৎ খাবারে যে ফ্যাট বা তেল রয়েছে, তার মানও জানা যাবে৷ তবে সরু চপস্টিকে তো আর ফলাফল দেখানো সম্ভব নয়, তাই ওয়্যারলেস পদ্ধতিতে অ্যাপ-এর মাধ্যমে স্মার্টফোনে চলে যাবে সেই তথ্য৷ খাবারে টিপিএম মাত্রা যদি খুবই বিপজ্জনক হয়, তখন চপস্টিকেরই লাল বাতি জ্বলে উঠবে৷
চপস্টিক একাই সব কাজ করবে না৷ তার চার্জিং স্টেশন-ও বেশ করিতকর্মা৷ ফলের শর্করা, ক্যালোরি ও পুষ্টির মাত্রা বলে দিতে পারে সে৷ এমনকি ফলটি ঠিক কোথা থেকে এসেছে, সে বিষয়েও মোটামুটি একটা অনুমান করতে পারে৷
‘স্মার্ট চপস্টিক্স'-এর কাজ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাইডু-র৷ নতুন অ্যাপ-এর মাধ্যমে সেটি তখন জলের মধ্যে লবণ ও ধাতুর পরিমাণও বলে দিতে পারবে৷
এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)