প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী
১৬ মে ২০১৪পাঁচ সপ্তাহের ম্যারাথন ভোট পর্বের শেষে শুক্রবার ১৬ই মে ভোট গণনার প্রথম চার-পাঁচ ঘণ্টার মধ্যেই ফলাফলের যে ছবিটা উঠে আসছে, তাতে আর কোনো সংশয় নেই যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দিল্লিতে সরকার গড়তে চলেছে, আর প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী৷ প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে, বুথ ফেরত সমীক্ষাগুলির পূর্বাভাষমত মোদী ঢেউ এখন বাস্তব, অনুমান নয়৷
বিজেপির বিজয়রথ দুর্বার গতিতে এগিয়ে চলেছে উত্তর, মধ্য এবং পশ্চিম ভারতে৷ সংসদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২-এর ম্যাজিক সংখ্যা একাই অতিক্রম করতে চলেছে বিজেপি৷ আর জোট শরিকদের নিয়ে সংখ্যা প্রায় ৩০০ ছাড়িয়ে যেতে চলেছে৷ উত্তর প্রদেশে ৮০টি আসনের মধ্যে বিজেপি-জোট পেয়েছে ৬৭টি আসন৷ বারাণসী আসনে এগিয়ে আছেন মোদী৷ লক্ষৌ আসনে জিতেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং ও কানপুর থেকে প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী৷ গুজরাটে ২৬টি আসনের মধ্যে সবকটি বিজেপির ঝুলিতে৷ রাজ্যের বদোদরা আসনে মোদী জিতেছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতায়৷ গান্ধীনগর থেকে জিতেছেন বিজেপির বর্ষিযান নেতা লালকৃষ্ণ আডবানি৷ দিল্লির সাতটি আসনের সবকটি এখন বিজেপির দখলে৷ কেজরিওয়ালের আম আদমি পার্টির নাম গন্ধ নেই৷ পশ্চিম ভারতের মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে বিজেপি জোটের দখলে ৪৭টি আসন৷ তবে দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গের দুর্গ এখনো বিজেপির অধরা৷ তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে রমরমা৷ কেরালাতে সবে পা রাখতে সক্ষম হয়েছে বিজেপি৷ দিল্লির বিজেপি সদর কার্যালয়ে এখন চলেছে বিজয় উৎসব৷ ব্যান্ডপার্টি, বাজি পটকা, লাড্ডু, ফুলের ছড়াছড়ি৷
অন্যদিকে কংগ্রেসের হয়েছে ভরাডুবি৷ রাহুল গান্ধীর আমেথি আসনে এখন জোয়ার ভাঁটা৷ কখনো রাহুল এগিয়ে কখনো বিজেপির স্মৃতি ইরাণী৷ পরাজয় নিশ্চিত জেনে কংগ্রেসের তরফে জনাদেশ মেনে নেয়া হয়েছে৷ তবে গত ১০ বছরে কংগ্রেস অনেক ঐতিহাসিক কল্যাণ কর্মসূচি চালু করেছিল৷ কিন্তু ভালোভাবে তা তুলে ধরতে পারিনি জনগণের সামনে৷ কংগ্রেসের গলদ কোথায়, ভুলত্রুটি হয়েছে কোথায় – তা নিয়ে পরে পোস্টমর্টেম করা হবে বলে জানান কংগ্রেসের সংসদীয় মন্ত্রী৷ তিনি বলেন, কংগ্রেসকে এর আগেও কয়েকবার নির্বাচনি বিপর্যয়ের সন্মুখীন হতে হেয়েছিল, কিন্ত আবারো ‘ফিনিক্স' পাখির মতো জেগে উঠতে পেরেছে৷ বর্তমান নির্বাচনি বিপর্যয়ের দায়িত্ব কারোর একার নয়৷ এটা দল ও সরকারের মিলিত দায়িত্ব৷