‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ নিয়ে জার্মানির সতর্কবাণী
২৬ অক্টোবর ২০২০রোববার সম্মেলনের প্রথম দিনে এক ভিডিওবার্তায় জার্মান প্রেসিডেন্ট বলেন, ‘‘কোভিড-১৯ থেকে কেউ নিরাপদ নয়, এটা থেকে আমরা সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে কেউই নিরাপদ নয়৷ যারা নিজেদের সীমান্তের ভেতরে ভাইরাসকে জয় করেছে, তারাও অন্যরা জয়ী না হওয়া পর্যন্ত নিজের সীমানার ভেতরে বন্দি৷’’
বিশ্বের সব দেশকে সতর্ক করে দিয়ে স্টাইনমায়ার আরো বলেন, ‘‘মহামারির পরে আমরা যদি এমন পৃথিবীতে বাস করতে না চাই যেখানে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকে আর সবাই শুধু নিজের জন্য’’ এমন নীতি প্রতিষ্ঠিত হবে, তাহলে আমাদের সমাজ এবং সরকারগুলোকে সবার জন্য ইতিবাচক ভাবতে হবে৷’’
তিন দিনের সম্মেলনের উদ্বোধনী ভাষণে অনেক দেশ যে শুধু নিজেদের জনগণের কথা গুরুত্ব দিয়ে ভ্যাকসিন বেশি করে নিতে চাচ্ছে – এই প্রবণতারও সমালোচনা করে জার্মান প্রেসিডেন্ট বলেন, করোনাকে কার্যকরভাবে প্রতিহত করার জন্য সবাইকে এক হয়ে লড়তে হবে৷
এ সময় ৮৬ লাখ মানুষের সংক্রমণ এবং এক লাখ ২২ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর কারণে যুক্তরাষ্ট্রকে করোনায় সবচেয়ে বেশি দুরবস্তায় পড়া দেশ হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি কোভ্যাক্স উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে ভ্যাকসিন তৈরি এবং বিতরণে সহায়তার আহ্বান জানান৷
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের বক্তবের সঙ্গে সহমত প্রকাশ করেছেন ডাব্লিউএইচও-র প্রধান টেড্রস আবহান ঘেনরেয়েজুস৷ তিনি বলেন, গরিব দেশগুলো ভ্যাকসিন পাবে-এটা নিশ্চিত করতে পারলেই কেবল বিশ্ব থেকে করোনা দূর করানো যাবে৷
রিচার্ড কনর/এসিবি