মঙ্গলবার জার্মানি-নেদারল্যান্ডস মুখোমুখি
১৪ নভেম্বর ২০১১ফুটবলের জগতে জার্মানি এবং নেদারল্যান্ডসের সম্পর্কের কথা ফুটবলপ্রেমীদের জানা৷ তবে জার্মান দলের কোচ ইওয়াখিম লোয়েভ বলেছেন,‘‘রেষারেষি দুই দেশের ফুটবল দলের মধ্যে একসময় ছিল এখন আর আগের মত নেই৷ কারণ নেদারল্যান্ডসের অনেক খেলোয়াড়ই বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবে খেলছে৷''
সাংবাদিকদের তিনি বললেন, জার্মানি বনাম নেদারল্যান্ডস খেলা সবসময়ই আকর্ষণীয়, উত্তেজনাকর৷ বিশেষ এক ঘটনা৷
বলা প্রয়োজন, দুটি দেশ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক বেশ কিছু টুর্নামেন্টে৷ ১৯৭৪ সালে জার্মানি বিশ্বকাপ জিতেছিল এবং ফাইনাল খেলেছিল নেদারল্যন্ডসের বিরুদ্ধে৷ খেলার ফলাফল ছিল ২-১৷ ঐ বছর যদিও নেদারল্যান্ডসকে ফেভারিট বলে ধরা হয়েছিল৷ ১৯৯০ সালেও দুটি দেশ আবারো মুখোমুখি হয়৷ এবং খেলা একটা বিশ্রী আকার নেয়৷ দুজন খেলোয়াড়কে রেড কার্ড দিয়ে বের করে দেয়া হয়৷ থুতু ছিটোনোর ঘটনা ঘটে৷ জার্মানি জিতেছিল সে বছরের বিশ্বকাপ৷
এর ঠিক দু বছর পর ১৯৯২ সালে ইউরো কাপে প্রতিশোধ নেয় নেদারল্যান্ডস৷ গ্রুপ পর্যায়ের একটি খেলায় জার্মানিকে হারায় নেদারল্যান্ডস৷
জার্মান জাতীয় দলের কোচ লোয়েভ আরো জানান,‘‘আগের সেই রেষারেষি এখন আর চোখে পড়বে না৷ তখন প্রতিযোগিতা ছিল যেন আত্মসম্মানের ব্যাপার৷ যেভাবেই হোক জিততে হবে – এরকম একটা চিন্তা ছিল৷ এখন জার্মানির বিভিন্ন ক্লাবে একাধিক ডাচ খেলোয়াড় রয়েছে৷ জার্মানি এখন তাদের বাড়ির মত৷ তারা এখানেই থাকে৷''
আজকের প্রীতি ম্যাচ কোন ধরণের প্রভাব আগামী বছরের ইউরো কাপের ওপর ফেলবে না – বেশ জোর দিয়েই কথাগুলো বলেন লোয়েভ৷ তবে দুটি দলই জেতার চেষ্টা করবে৷ তুখোড় পারফরমেন্স দুটি দলই দেখাতে চেষ্টা করবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই – জানান কোচ ইওয়াখিম লোয়েভ৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক