২০১২ সালের ইউরোপীয় ফুটবল শিরোপা জিততে চায় জার্মানি
১১ নভেম্বর ২০১১২০০৮ সালের ইউরো কাপের ফাইনালে জার্মানি হেরে গিয়েছিল স্পেনের কাছে৷ এবং একই দলের কাছে জার্মানি আবারো হেরেছিল ২০১০ সালের বিশ্বকাপের সেমি ফাইনালে৷ বায়ার্ন মিউনিখের খেলোয়াড় এবং জার্মানির জাতীয় দলের ক্যাপ্টেন ফিলিপ লাম বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, জার্মানি তার তুখোড় পারফরমেন্স দেখাবে ২০১২ সালে পোল্যান্ড এবং ইউক্রেনে৷ বলা প্রয়োজন, এই দুটি দেশেই যৌথভাবে আয়োজন করা হয়েছে ইউরোপীয় কাপ ২০১২৷
ফিলিপ লাম আরো জানান, ‘‘আমরা দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আর থাকতে চাই না৷ আমরা আবারো বিজয়ী হতে চাই, টাইটেল জিতে চাই৷ আমি মনে করি স্পেনের সঙ্গে খেলায় যে-সব দুর্বলতা আমাদের ছিল তা আমরা কাটিয়ে উঠেছি৷ আমাদের খেলা এখন আগের চেয়ে অনেক ভাল৷ আমাদের মনোবলও আগের চেয়ে অনেক বেশি দৃঢ়৷ আমাদের দলে এখন বেশ কিছু ভাল খেলোয়াড়ও আমরা পেয়েছি৷''
দলের কোচ ইওয়াখিম ল্যোভ ইউক্রেন এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি টেস্ট খেলায় লামকে রাখছেননা৷ তাঁকে বিশ্রাম দিয়েছেন৷ এতে বেশ অবাক হয়েছেন লাম৷ তিনি জানান, ‘‘আমি অবাক হয়েছি কারণ বিগত বছরগুলোতে আন্তর্জাতিক প্রতিটি খেলায় আমি জার্মানির হয়ে খেলেছি এবং ভালই খেলেছি৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক