মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক চান আব্বাস
১১ নভেম্বর ২০১০নিরাপত্তা পরিষদে আলোচনা চান আব্বাস
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের দাবি জানিয়েছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ এজন্য তিনি জাতিসংঘে তাঁর প্রতিনিধিকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন৷ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রাইনাহ এই প্রসঙ্গে বলেন, জেরুসালেমসহ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বন্ধে আন্তর্জাতিকভাবে কিছু একটা করা উচিত৷
এখানে বলে রাখা ভালো, গত সোমবার জেরুসালেম এবং আশেপাশের এলাকায় ১,৩০০ নতুন অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা এগিয়ে নেবার ঘোষণা দেয় ইসরায়েল৷ ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে এই এলাকার দখল নিয়েছিল সেদেশ৷ এছাড়া পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আরো ৮০০ বাড়ি তৈরির পরিকল্পনা করেছে ইসরায়েল৷
যুক্তরাষ্ট্রের মন্তব্য
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ইসরায়েলের বসতি সম্প্রসারণের ঘোষণাকে শান্তি আলোচনার পথে প্রতিবন্ধকতা হিসেবে আখ্যা দিয়েছেন৷ তবে তিনি বলেছেন, সমঝোতা এখনো সম্ভব৷ যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু'র সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন হিলারি৷ তাঁর আগে এই মন্তব্য করেন তিনি৷ হিলারি বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য প্রতিদিন, প্রতিঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
জন কেরি'র মধ্যপ্রাচ্য সফর
ফিলিস্তিন এবং ইসরায়েলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সেনেটর জন কেরি৷ বুধবার তিনি বলেন, বসতি সম্প্রসারণ স্থগিতের মেয়াদ বাড়ানো সম্ভব৷ তাঁর কথায়, ‘আমি মনে করিনা দরজা বন্ধ হয়ে গেছে৷'
উল্লেখ্য, মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে সেপ্টেম্বরের ২ তারিখ শান্তি আলোচনা শুরু হয়৷ কিন্তু এরপরই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ স্থগিত রাখার মেয়াদ শেষ হয়ে যায়৷ ইসরায়েল এই মেয়াদ আর বাড়াতে রাজি নন৷ কিন্তু ফিলিস্তিনিরা বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে আলোচনায় রাজি নন৷ কেননা, অধিকৃত পশ্চিম তীর এবং গাজাকে কেন্দ্র করে ভবিষ্যত রাষ্ট্র চায় ফিলিস্তিনিরা৷ দু'দেশের এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে থমকে গেছে শান্তি উদ্যোগ৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: ফাহমিদা সুলতানা