মন্ত্রিসভা
১৩ সেপ্টেম্বর ২০১২বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীর এমপি, জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক এমপি, এ এইচ মাহমুদ আলী এমপি, মোস্তফা ফারুখ মোহাম্মদ এমপি এবং মহাজোট সরকারের অংশীদার জাসদ নেতা হাসানুল হক ইনু এমপি৷ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের ফারুক চৌধুরী এমপি এবং আব্দুল হাই এমপি৷ শিগগিরই তাদের দফতর বণ্টন করা হবে বলে জানা গেছে৷
শপথ নেয়ার পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের কথা বলেন৷ দায়িত্ব পেয়ে তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ এদিকে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার আমন্ত্রণ পেলেও তা গ্রহণ করেনি আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং মহাজোট সরকারের শরীক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন৷ তোফায়েল আহমেদ বলেছেন, মন্ত্রিত্ব নয় তিনি আওয়ামী লীগের তোফায়েল হিসেবেই থাকতে চান৷ আর রাশেদ খান মেনন বলেছেন, দলীয় ভাবে তার দল মন্ত্রিসভায় যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু মহাজোটের সঙ্গে তারা আছেন এবং থাকবেন৷
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার শেষ মুহূর্তে গদি রক্ষার জন্য নানা কৌশল অবলম্বন করছে৷ কিন্তু তাতে কোনভাবেই গদি রক্ষা হবেনা৷
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে ৪ বার মন্ত্রিসভায় রদবদল এবং সম্প্রসারণ করা হল৷ এখন মন্ত্রিসভার সদস্য দাঁড়ালো ৫৩ জনে৷ এছাড়া প্রধানমন্ত্রীর ৭ জন উপদেষ্টা আছেন মন্ত্রীর পদ মর্যাদায়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন