মহাকাশ থেকে ফিরলেন টুইটার তারকা গেয়ার্স্ট
১০ নভেম্বর ২০১৪সোমবারের আলোচনা অবশ্য আলেক্সান্ডার গেয়ার্স্ট-এর ফেরা নিয়ে৷ জার্মান এই মহাকাশচারী আরো দুই সহযাত্রীসহ মহাকাশে কাটিয়েছেন ১৬৫ দিন৷ তাই তাদের ফেরাটাও বড় খবর নিশ্চয়ই৷ ইউরোপিয়ান স্পেস এজেন্সির টুইটার অ্যাকাউন্ট থেকে গেয়ার্স্ট-কে স্বাগত জানানো হয়েছে৷ আর মাটির গন্ধে অভিভূত হওয়ার খবর গ্যাস্ট জানিয়েছেন নিজেই৷
বিশ্বকাপে জার্মানির জয় থেকে শুরু করে মালালা ইউসুফজাইয়ের নোবেল জয় পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে মহাকাশ থেকে টুইট করেছেন আলেক্সান্ডার গেয়ার্স্ট৷ পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ানো এই মহাকাশচারীর টুইটগুলো সাড়া জাগিয়েছে অনেক৷ চলুন দেখা যাক, তাঁর আলোচিত কয়েকটি টুইট পোস্ট৷
মহাকাশচারী আলেক্সান্ডার গেয়ার্স্ট মহাকাশ থেকে তোলা পৃথিবীর অসংখ্য ছবি পোস্ট করেছেন৷ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সময়কার সেসব ছবি যেকারো নজর কাড়বে৷ ইংরেজিতে #ব্লুডট হ্যাশট্যাগ ব্যবহার করে এসব ছবি টুইট করেছেন তিনি৷
মহাকাশে থাকাকালে সত্তর মিলিয়ন মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছেন গেয়ার্স্ট৷ টুইটারে এই যাত্রার একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি৷ গেয়ার্স্ট-এর হিসেবে এভাবে যাত্রা করে ১৩০ বার চাঁদে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসা সম্ভব৷