মহানবীর জীবন নিয়ে ছবি
১৯ ডিসেম্বর ২০১২কাতারের প্রখ্যাত সুন্নি মুসলিম নেতা এবং ‘অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কলারস'-এর প্রধান শেখ ইউসুফ কারাদাউইয়ের নেতৃত্বে একদল গবেষক এই ছবিগুলোর জন্য প্রয়োজনীয় গবেষণা করবে৷
ছবিগুলো নির্মিত হবে ইংরেজি ভাষায়৷ পরবর্তীতে আরও কয়েকটি ভাষায় এর অনুবাদ করা হবে৷ এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে সেটা দূর করার চেষ্টা করা হবে৷
২০০৯ সালে প্রথম এই ছবি তৈরির ঘোষণা দেয়া হয়েছিল৷ তখন তিনটি ফিল্ম নির্মাণের কথা বলা হয়েছিল, এবং এর জন্য বাজেট ধরা হয়েছিল দেড় মিলিয়ন ডলার৷ তবে সম্প্রতি নির্মাতা প্রতিষ্ঠান আলনুর হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান আহমেদ আল-হাশেমি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, তিনটি নয়, মোট সাতটি ছবি তৈরি করা হবে, এবং এজন্য বাজেট বাড়িয়ে এক বিলিয়ন ডলার করা হচ্ছে৷
ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মহানবী (সাঃ)-কে চিত্রায়িত করা যায় না৷ তাই তাঁকে ছবিতে দেখা যাবে না৷
উল্লেখ্য, এর আগে মহানবীকে নিয়ে ইউরোপ, অ্যামেরিকায় বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে৷ এর মধ্যে এ বছরই মহানবীকে উপহাস করে যুক্তরাষ্ট্রে একটি ছবি তৈরি হয়৷ যার ফলে মুসলিম বিশ্বে মার্কিন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল৷ এতে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে৷
জেডএইচ/ডিজি (এএফপি)